নিজ শহরেই চিটাগংয়ের হ্যাটট্রিক হার, কুমিল্লার জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-30 20:06:20

নিজ মাটিতে পরবাস!

চিটাগং ভাইকিংস এখন এই দুঃখের সারি গাইতে পারে! বিপিএলে তাদের এবারের আসর শুরু হয়েছিলো দুর্দান্ত ভঙ্গিতে। পয়েন্টের শীর্ষে উঠেই নিজ শহরে খেলতে এসেছিলো দলটি। কিন্তু নিজ মাটিতে টানা তিন ম্যাচের তিনটিতেই হার! অথচ এই দলটিই একসময় টানা পাঁচ ম্যাচ জিতে ডানা মেলে উড়ছিলো। এখন মুখ থুবড়ে পড়েছে; তাও আবার নিজ শহরেই!

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার দিনের ম্যাচে চিটাগং ভাইকিংস ন্যূনতম কোন প্রতিদ্বন্ধিতা গড়তে পারেনি। বৃষ্টি আইনে কুমিল্লা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। তখনো ম্যাচের ১৪ বল বাকি! এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১২ পয়েন্ট পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় চিটাগং ভাইকিংস টেবিলের তৃতীয় অবস্থানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুর তিনদিনের প্রতি ম্যাচেই রান উৎসব হয়েছে। মঙ্গলবারের এই প্রথম ম্যাচটা হলো লো-স্কোরের। টসে জিতে পুরোটা সময় জুড়ে চিটাগং ভাইকিংস যে ব্যাটিং করলো তার নাম; হাঁসফাঁস ব্যাটিং! স্কোরবোর্ডে ১১৬ রান জমা হতেই চিটাগংয়ের ইনিংস শেষ। শুরুর ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ৩৩ ও শেষের দিকে মোসাদ্দেক হোসেন অপরাজিত ৪৩ করার কোনমতে চিটাগংয়ের স্কোর তিন অংকের ঘরে পৌছালো।

বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটায় ২০ ওভারের ম্যাচ ১৯ ওভারে কমিয়ে আনা হয়। রোদের দেখা না পাওয়া মেঘলা আকাশ-এমন কন্ডিশনে টসে জিতে চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিক রহিমের আগে ব্যাটিং নেয়াটা কতখানি ক্রিকেটীয় যুক্তিতে ঠিক ছিলো; সেই প্রশ্ন উঠতেই পারে। ম্যাচের শুরুটাই হলো চিটাগংয়ের বিচ্ছিরি ব্যাটিং দিয়ে। সেই দুরাবস্থা আর কোন সময় কাটিয়ে উঠতে পারেনি মুশফিক রহিমের দল। ৩৬ রানে ৪ উইকেট হারানোর ধাক্কায় ভেঙ্গে চুরচার চিটাগংয়ের ব্যাটিং লাইন আপ। শেষের দিকে মোসাদ্দেকের ব্যাটে ৩ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৫ বলে হার না মানা ৪৩ রানের ইনিংস জানিয়ে দিচ্ছে উইকেটে আসলে কোন জুজু ছিলো না; চিটাগং আসলে এই ম্যাচে পুরো পরিকল্পনাহীন ব্যাটিং করেছে। শহীদ আফ্রিদি উইকেট সোজা বল করছেন আর সেই বলে স্ট্যাম্প ছেড়ে ব্যাটসম্যান কাট শট খেলছেন! ফল-বোল্ড!

৪ ওভারে মাত্র ১০ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা শহীদ আফ্রিদি। যেখানে তার ডটবল ১৫টি! ১৯ ওভারের ইনিংসে চিটাগং সবমিলিয়ে ৫৯ বল থেকে কোন রানই তুলতে পারেনি! দলের সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌছাতে পারলেন না।

লো-স্কোরের ম্যাচে তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদ হতে পারে। সেই চিন্তায় কুমিল্লা এই ম্যাচ জেতার জন্য তেমন হুড়োহুড়ি করলো না। ধীরগতিতে নিরাপদ ভঙ্গিতে ম্যাচ জিতে ঢাকায় ফিরে যাচ্ছে কুমিল্লা। ৫১ বলে অপরাজিত ৫৪ রান করে তামিম ইকবাল ব্যাট হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেরা পারফর্মার।

সংক্ষিপ্ত স্কোর: চিটাগং ভাইকিংস: ১১৬/৮ (১৯ ওভারে, শাহজাদ ৩৩, মোসাদ্দেক ৪৩*, আফ্রিদি ২/১০, সাইফুদ্দিন ২/২৩, ওয়াহাব ২/২৩)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১১৭/৩ (১৬.৪ ওভারে, তামিম ৫৪*, শামসুর ৩৬, পেরেইরা ১০*, আবু জাহেদ ২/২৫)। ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স বৃষ্টি আইনে ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: আফ্রিদি।

এ সম্পর্কিত আরও খবর