সাইফ স্পোর্টিংকে চমকে দিলো আরামবাগ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:50:42

ফেভারিট সাইফ স্পোটিং ক্লাবকে সাফল্যের আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে আরামবাগ ক্রীড়া সংঘ। দুর্দান্ত ফর্মে থাকা দলটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম হার উপহার দিয়েছে তারা। ১০ জন নিয়ে খেলেও সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ।

হোম ভেন্যু ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে হিসাবের ছক উল্টে দিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। অবশ্য আগের ম্যাচেই মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মারুফুল হকের দল। এবার সাইফকেও সেই তিক্ত স্বাদ দিয়েছে তারা।

আগের দুই ম্যাচে টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে জয়ের পর এবার আর পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি সাইফ। অবশ্য আরামবাগের মতো তাদেরও সংগ্রহে এখন ৬ পয়েন্ট।

এদিন খেলার ৫৫তম মিনিটে দলজনের দল হয়ে যায় আরামবাগ। মিডফিল্ডার মোহাম্মদ আরাফাত হোসেন লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন। তবে একজন কম নিয়েও দাপট কমেনি তাদের। বরং ৭৬ মিনিটে এগিয়ে যায়। সতীর্থ আরিফুর রহমানের পাসে বল পেয়ে গোল করেন দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার গোল মিসের মহড়া দিয়েছে দুই দল। আক্রমণ আর পাল্টা আক্রমণ খেলা জমে উঠলেো্ দেখা মিলেনি গোলের।

এবারের লিগে দ্বিতীয় ড্র করে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ তিন ম্যাচে ৫ পয়েন্ট। আগের দুই ম্যাচে হেরে প্রথম পয়েন্ট পেয়েছে বিজেএমসি।

এ সম্পর্কিত আরও খবর