ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-30 23:33:23

অলিম্পিকের বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে, এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সে সমীকরণটা মিলিয়েছে দলটা।

ইউক্রেনকে আর্জেন্টিনা হারিয়েছে ২-০ গোলে। তাতে অলিম্পিকের শেষ আটে চলে গেছে কোচ হাভিয়ের মাসচেরানোর দল।

আর্জেন্টিনাকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৪৬ মিনিটে দলকে স্বস্তির গোলটা এনে দেন তিয়াগো আলমাদা। তার গোলটা আসে ক্রিশ্চিয়ান মেদিনার পাস থেকে। 

এই মেদিনার পা থেকেই এসেছে শেষ গোলের যোগানটাও। শেষ মুহূর্তে গোলটা করেছেন ক্লদিও এচেভরি। এই গোলেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার শেষ আট যাত্রা।

এ সম্পর্কিত আরও খবর