বসুন্ধরার জয়ের দিনে হার মোহামেডানের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:36:59

ঐতিহ্য হারানোর পথে যাত্রা শুরু হয়েছে অনেক আগেই। এখন মোহামেডান স্পোর্টিং ক্লাব মানে ফেভারিটদের ফেভারিট নয়। একটু একটু করে সেরার লড়াই থেকে ছিটকে যাচ্ছে সাদা-কালো শিবির। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলেও সাফল্যের ধারায় নেই মতিঝিলের এই ক্লাবটি। বুধবার ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গেল দলটি। এবারের লিগে টানা দ্বিতীয় হার দেখল মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হারিয়েছে তাদের।

প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বুধবার নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ফেভারিট বসুন্ধরা। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে দলটি।

হারলেও ব্রাদার্সের বিপক্ষে আক্রমনে এগিয়ে ছিল মোহামেডানই। কিন্তু ফুটবল তো গোলের খেলা। এখানে শুধু ভাল খেললেই চলে না, গোলও দেওয়া চাই। তাদের গোল মিসের মহড়াতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। ম্যাচের ৫১তম মিনিটে এগিয়ে যায় গোপীবাগের দলটি। সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারতন সান্তোসের পাস ধরে গোল করেন পানামার জ্যাক ড্যানিয়েলস।

শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠে এই ব্যবধান ধরেই রেখেই মাঠ ছাড়ে ব্রাদার্স।

অন্যদিকে উড়ছে বসুন্ধরা। নবাগত নোফেল স্পোর্টিং ক্লাবের সহজেই জয় তুলে নেয় তারা। অবশ্য বসুন্ধরারও এটি প্রথম প্রিমিয়ার লিগ। তবে দলবদলে বেশ শক্তিশালী স্কোয়াডই পেয়েছে তারা। তার পথ ধরে প্রথমে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এরপর বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড হারিয়েছে দলটি।

জয়ের সেই ধারাবাহিকতা ধরে রেখে বসুন্ধরা ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যায়। নোফেলের জালে বল পাঠান মতিন মিয়া। ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। এবার গোলদাতা ইমন বাবু।

এনিয়ে এবারের লিগে টানা দ্বিতীয় হার দেখলো নোফেল। প্রথম ম্যাচে আবাহনীর কাছে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এ সম্পর্কিত আরও খবর