ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন নাদাল

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-08-08 18:25:08

প্যারিস অলিম্পিকে টেনিসের একক ও দলীয় উভয় ইভেন্টেই খেলছেন টেনিসের অন্যতম মহাতারকা রাফায়েল নাদাল। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেননি। দ্বৈত ইভেন্টে যেতে পেরেছেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবং একক ইভেন্টে বাদ পড়েছিলেন দ্বিতীয় রাউন্ডেই। এবার আসন্ন ইউএস ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিলেন তিনি।

২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ এই টেনিস তারকার ফর্ম নেই দীর্ঘ সময় ধরেই। ফিটনেসজনিত কারণে ২০২৩ সাল থেকেই টেনিসের কোর্টে অনিয়মিত নাদাল। গেল বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেনের কোনোটিতেই অংশ নেননি তিনি। চলতি বছর শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলেন, তাতেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন।

নিজের এক্স অ্যাকাউন্টে নাদাল জানিয়েছেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেনে আমি অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও একই পোস্টে ৩৮ বছর বয়সি এই অ্যাথলেট আরও জানান, সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্লিনের লেভার কাপে খেলবেন তিনি। আপাতত সেখানেই মনোযোগ দিতে চাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর