কাগজে কলমে সফরটা বাংলাদেশ নারী ‘এ’ দলের। তবে সেই দলের তালিকা দেখলে তা জাতীয় দল বলেই মনে হবে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি থেকে শুরু করে জাহানারা আলমদের সবাই যে আছেন এই দলে।
এই দলটা ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে। এই সিরিজে দুই ওয়ানডের সঙ্গে পাঁচ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সেই সিরিজ দিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়। মূলত সে কারণেই এই স্কোয়াড দিয়েছে বিসিবি।
আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর দুটি ওয়ানডে, তারপর ১২ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১২, ১৩, ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।