রোনালদোর গোলে জিতল পর্তুগাল

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-09 10:50:28

আগের ম্যাচে গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার স্কটল্যান্ডের বিপক্ষে তার শেষ সময়ের গোলে নিশ্চিত ড্রয়ের হাত থেকে রক্ষা পেল পর্তুগাল। তার ৮৮ মিনিটের গোলে ২-১ গোলে জিতেছে দলটা। 

নিজেদের মাঠ এস্তাদিও দা লুজে গত রাতে শুরুতেই গোল হজম করে বসে পর্তুগাল। ম্যাচের ৭ মিনিটে অনেক দূরে ফ্রি কিক পায় স্কটিশরা। তা থেকে ভেসে আসা বল পর্তুগাল রক্ষণ ঠেকিয়ে দিয়েছিল। তবে ফিরতি সুযোগে কেনি ম্যাকলিনের দারুণ ক্রসটা ঠেকাতে পারেনি। ছোট বক্সে অরক্ষিত স্কট ম্যাকটমিনে দারুণ এক হেডারে বলটা জালে আছড়ে ফেলেন। 

এই গোলের জবাবটা দিতে পর্তুগালকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট পর্যন্ত। রাফায়েল লিয়াওয়ের নিচু ক্রস থেকে নিচু এক শট করেছিলেন ব্রুনো ফের্নান্দেজ। সে শটটা রুখতে পারেননি স্কটিশ গোলরক্ষক। ফলে বলটা গিয়ে জড়ায় জালে। 

পরের গোলটা এসেছে তখন যখন পর্তুগালকে চোখরাঙানি দিচ্ছিল এবারের নেশন্স লিগের প্রথম ড্রটা। তবে সেটা শেষমেশ হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে। নুনো মেন্দেজের ক্রস থেকে বলটা পেয়ে যান তিনি। এরপর ট্যাপ ইনে তিনি করেন গোলটা। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের। 

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল পর্তুগিজরা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬। তাদের অবস্থান এখন নেশন্স লিগের লিগ এ গ্রুপ ১ এর শীর্ষে। সমান তিন পয়েন্ট নিয়ে দুই আর তিনে আছে ক্রোয়েশিয়া আর পোল্যান্ড। 

এ সম্পর্কিত আরও খবর