বিশ্রাম শেষে ‘সুইচ অন’ করবেন মুশফিক

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:08:02

ক্রিকেটের ব্যস্ততা দিন কয়েকের জন্য শেষ! ঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবারই ছেলে মায়ান পা দিয়েছে এক বছরে। তাকে নিয়েই এখন সময় কাটবে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের। তারপরই উড়াল দেবেন নিউজিল্যান্ডে। লম্বা এক সূচি!

এর আগে সোমবার বিপিএলের সেরা চারের লড়াই থেকেই ছিটকে যায় তার দল চিটাগং ভাইকিংস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রতিরোধটুকুও গড়তে পারেনি মুশফিকের দল। ৬ উইকেটের হারে শেষ দলটির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এই হারের যন্ত্রণায় নিজেদের আটকে না রেখে বরং দল নিয় গর্বিত মুশফিক। সোমবার রাতেই চিটাগং অধিনায়ক নিজের সন্তুষ্ঠির কথা জানাচ্ছিলেন।

মুশফিক বলছিলেন, ‘আমরা ১৬০ রানের মত করতে পারলেও ঢাকাকে চাপে রাখতে পারতাম। সেটা হয়নি। আমাদের উপরের সারির ব্যাটসম্যানদের তুচ্ছ কিছু ভুল হয়েছে। কিছু ব্যাটসম্যান উইকেটে সেট হয়েও আউট হয়েছে। এমন দলের বিপক্ষে এত ভুল করলে যেটা কঠিন হয়। সেদিন থেকে হতাশার। তবে সব মিলিয়ে যেই দল ছিল ভাইকিংসের, সেই দিন থেকে এতোদূর আসতে পেরেছে এটা অবশ্যই গর্বের।’

বড় বিশ্রামের সুযোগ নেই। দিন কয়েক পরই মুশফিক জাতীয় দলের সঙ্গে উড়াল দেবেন নিউজিল্যান্ডে। সেই সিরিজের আগে নিজের প্রস্তুতিটা কেমন হলো? মুশি জানাচ্ছিলেন, ‘সামনে যে কয়েক দিন সময় আছে একটু বিশ্রাম নিতে হবে। এরপর সুইচ অন করতে হবে। আমার পারফর্মেন্স নিয়ে আমার না আপনাদের বলা উচিত। আমি বেশি গবেষণা করি না। আমি শুধু চেষ্টা করি। আমি বলবো-নিউজিল্যান্ডে চ্যালেঞ্জ অনেক বেশি। ওয়ানডে ফরম্যাটে ভারত জিতেছে কিন্তু ওরা ভালো লড়াই করেছে। আশা করছি সেখানে আমরা ভালোই খেলবো।’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা হয়েছে এরইমধ্যে। যেখানে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। তবে বাদ পড়েছেন ইমরুল কায়েস। কেমন হলো টাইগারদের স্কোয়াড? এই দল নিয়ে লড়তে পারবে তো মাশরাফি বিন মর্তুজার দল?

মুশফিক সোমবার রাতে জানালেন, ‘আমরা ওদের মাঠে সবশেষবার দুটো ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সেই বিবেচনায় আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’

লম্বা বিপিএল সূচির কারণে নিউজিল্যান্ড সফরের আগে দলের ক্রিকেটাররা বিশ্রাম পাচ্ছে না। ফাইনাল খেলে অনেকেই উড়াল দেবেন নিউজিল্যান্ডে। অন্যরাও টানা ক্রিকেটে কিছুটা ক্লান্ত। মুশফিক এনিয়ে জানাচ্ছিলেন, ‘এক সপ্তাহ বিশ্রাম পেলে মোটামুটি ভালো হয়। অামি সাত দিন পেলাম। অবশ্য পেশাদার ক্রিকেটারদের এসব নিয়ে ভাবলে চলে না। সব মিলিয়ে বলবো- এর চেয়ে ভালো কোনো প্রস্তুতি হতে পারে না।’

এ সম্পর্কিত আরও খবর