কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলের জার্সিটি তুলে রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া। বয়সটা হয়ে গেছে ৩৬। ফুটবলের ক্যারিয়ারটাও যে শেষ দিকে তা নিশ্চিতই বলা যায়। জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাবের হয়ে খেলা চালিয়ে যেতে চান এই তারকা আর্জেন্টাইন।
২০২৩ সালে দ্বিতীয় দফায় বেনফিকায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা উইঙ্গার। এবার ২০২৫ পর্যন্ত পর্তুগিজ ক্লাবটিতে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট রুই কস্তা।
‘ডি মারিয়া বেনফিকায় থাকছে। এটা ঘোষণা করা হয়ে গেছে। সে থাকবে। সে বেনফিকার প্লেয়ার।’
আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের ভাষ্যমতে, ডি মারিয়ার আর্জেন্টিনায় ফেরার ইচ্ছা আছে। কিন্তু এখানে বিপদে পড়তে হতে পারে তাকে এবং তার পুরো পরিবারকে। রোসারিও শহরের কুখ্যাতি মাদক সংক্রান্ত সহিংসতার এবং হুমকির সম্মুখীন হওয়ার পর তিনি পরিবারসহ দেশের বাইরে আছেন।