চোট থেকে ফিরেই মেসির যত রেকর্ড

ফুটবল, খেলা

বার্তা ২৪ স্পোর্টস | 2024-09-15 14:48:51

‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’- ফিলাডেলফিয়ার বিপক্ষে জয়ের পর এমনটাই বলেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ প্রায় তিনমাস পর মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

আজ (রবিবার) মায়ামির হয়ে দু'মাস পর মাঠে নেমেই দলের জয়ে রাখলেন সরাসরি ভূমিকা। তার জোড়া গোল এবং একটি অ্যাসিস্টের সুবাদেই ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে ফ্লোরিডার দলটি।

বয়সটা ৩৭ হয়ে গেলেও রেকর্ড গড়েই চলেছেন মেসি। দুর্দান্ত জয়ের এই দিনেও একটি রেকর্ড গড়েছেন তিনি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিতে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। এ নিয়ে এমএলএসে তিনি ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করে ফেলেছেন, যা লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম।

রেকর্ড গড়ার পর প্রতিক্রিয়া জানিয়ে মেসি বলেছেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’

এছাড়াও এই ম্যাচে মেসির দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। যা সবচেয়ে কম বয়সী হিসেবে গোলের রেকর্ড বলে উল্লেখ করা হচ্ছে। গোলের দিক থেকে মেসির সামনে আছেন কেবল একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়েকদিন আগে এই পর্তুগিজ মহাতারকাও ক্যারিয়ারের ৯০০তম গোল আদায় করেছেন।

এ সম্পর্কিত আরও খবর