কানপুরে নিজেদের টেস্ট রেকর্ড দেখে ভারত খুশি হবে। কিন্তু যখন এই মাঠের সার্বিক রেকর্ডের প্রশ্ন উঠবে তখন তাদের মন কিছুটা বিষণ্ন হবে। এই মাঠে সবধরণের ক্রিকেট মিলিয়ে ভারতের ম্যাচ জয়ের তুলনায় হারের সংখ্যা বেশি। তবে টেস্টে এখন পর্যন্ত এখানে খেলা ২৩ ম্যাচের মধ্যে জিতেছে তারা ৭টি। হেরেছে ৩টি টেস্ট। বাকি ২৩ টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ এই মাঠে খেলা ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র হয়েছিল।
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম পুরানো টেস্ট ভেন্যূ এটি। এই মাঠে প্রথম টেস্ট খেলতে নামে ভারত ১৯৫২ সালে। ইংল্যান্ড সেই ম্যাচ জিতেছিল ৮ উইকেটে।
এই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামার আগে ভারত সব ধরনের ক্রিকেট মিলিয়ে খেলেছে ৩৮টি ম্যাচ। তাতে জিতেছে ১৭ ম্যাচে। হেরেছে ১৮টিতে। ড্র হয়েছে ১৩ ম্যাচ। টেস্টে এখানে হারের চেয়ের জয়ের সংখ্যা বেশি হলেও ওয়ানডেতে ঠিক উল্টো।
স্পিনবান্ধব উইকেট হিসেবে পরিচিত কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ৭ উইকেটে ৬৭৬ রান এখনো সর্বোচ্চ রানের রেকর্ড হয়ে রয়েছে।