নভেম্বরেই হামজাকে খেলানোর আশা বাফুফের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-25 10:29:35

হামজা চৌধুরীকে পাওয়ার বিষয়ে বাংলাদেশ দৌড়ঝাঁপ করছে। প্রক্রিয়াটা এবার পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। বাফুফে হামজাকে পেতে ফিফার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করেছে। এই ধাপ পেরোলেই বাংলাদেশের জয়ে খেলতে আর কোনো বাঁধা থাকবে না বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই খেলোয়াড়ের।

বাংলাদেশের পাসপোর্ট আগেই পেয়ে গিয়েছিলেন হামজা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলেন তিনি। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব ২০ দলে খেলেছিলেন ইংলিশদের হয়ে। মূলত সে কারণেই অনাপত্তিপত্র প্রয়োজন ছিল তাদের কাছ থেকে।

সেটা গেল সপ্তাহে পেয়ে গেছেন হামজা। এরপর কাজটা ছিল বাফুফের। তারা ফিফার কাছে আবেদন করেছে তাকে পাওয়ার জন্য। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাংবাদিকদের জানিয়েছেন এ কথা। তিনি বলেন, ‘আমরা অনেক দিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলেছে, এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতোমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে আনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সেই অনাপত্তিপত্র ফিফায় জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’

ফিফা থেকে মাসখানেকের মধ্যেই অনুমতি মিলবে, এমনটাই আশা বাফুফে সাধারণ সম্পাদকের। তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই ফিফা থেকে অনুমতি পাওয়া যাবে। সব কাগজই দেওয়া হয়েছে। ফিফা অনুমতি দেবে এমনটাই আমাদের প্রত্যাশা।’

আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে তাই তার অভিষেক হচ্ছে না। বাফুফের আশা নভেম্বরের উইন্ডোয় এই প্রক্রিয়া শেষে বাংলাদেশের জার্সি গায়ে চড়াবেন হামজা।

হামজার জন্যই প্রথম বারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় দলে টানতে চেষ্টা করেছে বাফুফে, বিষয়টা এমন নয়। বাফুফে সাধারণ সম্পাদক জানান, সাবেক কোচ জেমি ডে’র যুগে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ খেলোয়াড়দের পাওয়ার চেষ্টা করেছে বাফুফে। তবে আলোর মুখ দেখা যাচ্ছে এই হামজার বেলাতেই।

এ সম্পর্কিত আরও খবর