বাংলাদেশকে সাফের সেমিফাইনালে তুলল ভারত

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-09-25 13:05:51

দুই ম্যাচে এক হার ও এক ড্র নিয়ে বিদায় এর অপেক্ষায় ছিল সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ দল। এমন অবস্থা থেকে ভাগ্যক্রমে টুর্নামেন্টে টিকে গেছে বাংলাদেশ। মালদ্বীপের বিরুদ্ধে ভারতের জয় বাংলাদেশের কপাল খুলেছে। দুই ম্যাচে মোটে এক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে এলো বাংলাদেশ। মঙ্গলবার এই সুসংবাদ পেল দল।

গ্রুপে ভারতের কাছে মালদ্বীপ ৩-০ গোলে হারায় স্বস্তির হাসি হেসেছে বাংলাদেশ। ভারতের সঙ্গী হয়ে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছে। দুই ম্যাচের দুই জয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন। দুই ম্যাচের একটাতে হার ও একটাতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে রানার্স হয়ে বাংলাদেশ পৌঁছেছে সেমিতে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে সবার নিচে থেকে বাদ পড়েছে মালদ্বীপ।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ সেমিফাইনালে ‌'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে। সে বিচারে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভুটান, পাকিস্তান বা নেপাল। দু্ই ম্যাচ শেষে ভুটান ও পাকিস্তানের পয়েন্ট ৪। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বুধবার 'বি' গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তান শ্রীলঙ্কার এবং ভুটান নেপালের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিল আর 'বি' গ্রুপের দলগুলোর শক্তির বিচারে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে শেষ মিনিটের গোলে হারে । এই হারের কারণে বাংলাদেশের সেমিফাইনালের খেলার ভাগ্য ঝুলে পড়েছিল। পরের ম্যাচে বাংলাদেশ এগিয়ে থেকে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশের বিদায় শঙ্কা জাগে।

মালদ্বীপ ভারতের সঙ্গে ড্র করলে বাংলাদেশ বাদ পড়ে যেত। তিন গোলের ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে ভারত বাংলাদেশের সেমিফাইনালের পথ করে দেয়।

এ সম্পর্কিত আরও খবর