আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। কানপুরে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে একাধিক বিষয় আছে আলোচনার কেন্দ্রে। তার মধ্যে ‘চোট’ পাওয়া সাকিব আল হাসানের খেলাটা অন্যতম।
সেই টেস্টের এক দিন আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে বাংলাদেশ কোচ সাকিবের খেলা নিয়ে জানালেন নতুন তথ্য।
চেন্নাই টেস্টে সাকিব গড়পড়তার চেয়েও কম বোলিং করেছিলেন। যা নিয়ে আলোচনা চলছিল বেশ। এরপর দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহর বল এসে তার ডান হাতের আঙুলে লাগে।
চেন্নাইতে হান্নান সরকার জানিয়েছিলেন সাকিব ফিজিওর পর্যবেক্ষণে আছেন। তার আঙুলের সমস্যার বিষয়টা দেখবেন ফিজিও বায়েজিদুল ইসলাম।
সে সমস্যা নিয়ে সাকিবকে কানপুর টেস্টে খেলানো হবে কি না, সে প্রসঙ্গেই আজ প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কোচ। তার জবাবে হাথুরু বললেন, ‘সাকিবের কাছ থেকে কোনো অভিযোগই আমি পাইনি।’
তিনি জানান সাকিব আগামী টেস্টে খেলতে পারবেন, এ বিষয়ে কোনো সমস্যা নেই তার। তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে কোনো সমস্যাই নেই এই মুহূর্তে। আমাদের ফিজিও বা কারো কাছ থেকেই কিছু শুনিনি আমি। তো তার খেলতে বাধা নেই।’