আলাভেসকে হারাল রিয়াল মাদ্রিদ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-25 16:42:00

স্কোরলাইন বলছে ৩-২ গোলে ম্যাচটা জিতেছে রিয়াল মাদ্রিদ। লিগে এটি তাদের টানা চতুর্থ জয়। তবে ম্যাচের পরিস্থিতি জানান দিচ্ছিল, আরেকটু হলে মৌসুমে তৃতীয় বারের মতো পয়েন্ট খুইয়েই বসছিল রিয়াল। 

নিজেদের মাঠ সান্তিয়ানো বার্নাবিউতে গত রাতে ম্যাচের শুরুটা বেশ ভালোই করেছিল রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে রিয়াল মাদ্রিদকে প্রথম মিনিটেই এগিয়ে দিয়েছিলেন লুকাস ভাসকেজ। 

এরপর ৪০ মিনিটে কিলিয়ান এমবাপে শেষ চার ম্যাচে তার পঞ্চম গোলের দেখা পেয়ে যান। জুড বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোলটা করেন এমবাপে। সে লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল। 

প্রথম গোলের নায়ক ভাসকেজ দ্বিতীয়ার্ধের শুরুতে যোগানদাতা বনে যান। তার পাস থেকে গোলটা করেন রদ্রিগো গোয়েজ। সেই এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। তখন মনে হচ্ছিল বিশাল জয়টা সময়ের অপেক্ষা মাত্র!

তবে পরিস্থিতিটা বদলে যায় ৮০ মিনিটের পর। এমবাপেকে তুলে নিতে হয় পেশিতে টান লাগার ফলে। এরপরই শুরু নাটকীয়তার। আলাভেস মিডফিল্ডার কার্লোস বেনাভিদেজের গোলে ব্যবধান কমায় সফরকারীরা।

এর দুই মিনিট বাদে এই কার্লোসের বাড়ানো বল থেকে কিকে গার্সিয়া যখন গোল পেয়ে গেলেন, রিয়াল শিবিরে তখন জেগে উঠেছে ড্রয়ের শঙ্কাও। সে থেকে শেষ পর্যন্ত আলাভেস একাধিক আক্রমণ করেছে। শেষ দুই মিনিটে বেশ কিছু কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। যার ফলে শেষ বাঁশি যখন বাজে, ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে রিয়াল মাদ্রিদের। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রিয়াল থাকল লা লিগার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা আছে শীর্ষে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮।

এ সম্পর্কিত আরও খবর