ক্রিস্টোফার এনকুকু তার চেলসি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। লিগ কাপে চেলসির প্রতিপক্ষ ছিল চতুর্থ বিভাগের দল ব্যারো। সে ম্যাচে ৫-০ গোলের জয় পেয়েছে ব্লুজরা। প্রতিযোগিতার অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ওয়াটফোর্ডের বিপক্ষে তুলে নিয়েছে ২-১ গোলের কষ্টার্জিত জয়। এই জয়ের ফলে শেষ ষোলয় উঠে গেছে চেলসি ও সিটি।
শনিবার এনজো মারেসকার চেলসি হারিয়েছিল ওয়েস্ট হ্যামকে। তবে তিন দিন পর লিগ কাপের ম্যাচে কোচ আমূলে বদলে ফেলেন দলের একাদশ। ১১ জনই নামেন যারা সবশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। তাতেই সুযোগ পেয়ে যান এনকুকু, করে বসেন হ্যাটট্রিক।
এনকুকুর এই হ্যাটট্রিকে জোয়াও ফেলিক্সের অবদান কম নয়। প্রথম গোলটা এনকুকু পেয়েছেন ফেলিক্সের দারুণ এক পাস থেকে। এরপর ফেলিক্সের ফ্রি কিক বারপোস্টে প্রতিহত হয়ে আসে, ফিরতি চেষ্টায় বল জালে জড়িয়ে তিনি পেয়ে যান তার দ্বিতীয় গোলটা। এরপর তৃতীয় গোলটা তিনি আদায় করেন দারুণ প্রেস করে প্রতিপক্ষের পা থেকে বল নিয়ে। তাতেই বড় জয় পায় চেলসি।
গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল সিটি। তার দুই দিন বাদেই আবার মাঠে নামতে হয় কোচ পেপ গার্দিওলার দলকে। একাদশে ৯টি পরিবর্তন নিয়ে এই ম্যাচে নামে সিটিজেনরা। জ্যাক গ্রিলিশের পাস থেকে জেরেমি ডকু করেন প্রথম গোলটা। এরপর মাথেউস নুনিয়েস গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দলের।
ওয়াটফোর্ড একটা গোল শোধ করেছে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল ইন্সের ছেলে টম ইন্সে গোল করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিটি মাঠ ছাড়ে ২-১ গোলের জয় নিয়ে।
ওদিকে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকা অ্যাস্টন ভিলাও কষ্টার্জিত জয় তুলে নিতে হয়েছে। ওয়াইকম্বের বিপক্ষে তাদের হয়ে গোল করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া আর জন ডুরান। তাতে দলটা জয় তুলে নেয় ২-১ ব্যবধানে।