ফুটবলে এখন বয়স বাধা হয়ে দাঁড়ায় কমই। তাই ৩০ এ পা দিলেও ফুটবল ছাড়ার ভাবনা কম ফুটবলারই ভাবেন। কিন্তু সেই কম ফুটবলারদেরই কাতারে শামিল হতে হলো রাফায়েল ভারানকে।
৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের সামাঝিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী।
সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টারব্যাক ভারান চলতি মৌসুমের জন্য ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছিলেন। তবে আগস্টে হাঁটুর চোটের কারণে তাকে ক্লাবের স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপরই তিনি সিদ্ধান্ত নেন ফুটবল ছাড়ার। তিনি জানান কোমোর হয়েই নতুন কোনো ভূমিকায় থাকবেন তিনি। তার কথা, ‘পিচের বাইরে নতুন একটা জীবন শুরু হচ্ছে আমার। আমি কোমোতেই থাকব। শুধুমাত্র আমার বুট আর শিনপ্যাড থাকবে না আরকি।’
কোন ভূমিকায় কোমোতে থাকবেন, সে বিষয়ে তিনি বলেন, ‘শিগগিরই আমি এই বিষয়ে জানাতে উদগ্রীব হয়ে আছি।’