চেন্নাই টেস্টে দারুণ শুরুর পরেও হার। সেই হারের পেছনে বড় দায় ছিল ব্যাটিং ইউনিটের। দুই ইনিংসেই মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ম্যাচ শেষে সে আক্ষেপই ঝরে পড়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
কানপুর টেস্টের প্রথম দিনে সে সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যয় জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট করতে নামার আগে জানিয়েছিলেন, থিতু হলে বড় ইনিংস খেলতে হবে ব্যাটারদের।
তার কথা ছিল, ‘ব্যাটসম্যান হিসেবে আমাদের দায়িত্ব হলো, ভালো শুরু করলে ভালো স্কোর করতে হবে। আশা করি আমাদের ব্যাটাররা আজ বড় স্কোর করতে পারবে।’
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অন্তত সেটা হয়নি। সাদমান ইসলাম শুরুটা ভালো পেয়েও তা হারিয়েছেন। মধ্যাহ্ন বিরতির পর বিদায় নেন অধিনায়ক শান্তও। ফেরার আগে তিনিও করেছিলেন ৫৭ বলে ৩১ রান।
টসের সময় অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, মূল ভাবনার বিষয় হচ্ছে নতুন বলে ব্যাটিং। বাংলাদেশ সেটাও করেছে ভালো। প্রথম আধা ঘণ্টায় উইকেট দেয়নি। দুই ওপেনার ফিরলেন এরপর, নাজমুল হোসেন শান্ত ফিরলেন মধ্যাহ্ন বিরতির পর। ফলে পুরোনো আক্ষেপটা তাদের সঙ্গী হয় আজও।
তবে এখন উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক আর মুশফিকুর রহিম। মুমিনুল ৮১ বলে ৪০ রান করে অপরাজিত আছেন। বাজে ফর্মটাকেও পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছেন তিনি। আক্ষেপটাকেও পেছনে ফেলে এটা বড় ইনিংসে রূপ দিতে পারবেন তো তিনি?