বাংলাদেশের বিপক্ষে ‘দ্বিতীয় সারির’ দল ভারতের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-29 21:23:34

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছে ভারত। তা শেষেই বাজবে টি-টোয়েন্টির দামামা। সে সিরিজের জন্য গত রাতে দল ঘোষণা করেছে ভারত। সেই দলে নিয়মিত মুখদের অনেককেই দেখা যাচ্ছে না, বিসিসিআই বিশ্রাম দিয়েছে এই সিরিজে থাকা যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্তদের।

এই তালিকায় নতুন মুখ হিসেবে আছেন মায়াঙ্ক যাদব। সবশেষ আইপিএলে ১৫০ কিমির বেশি গতিতে বল করে আলো কেড়ে নিয়েছিলেন। সে আসরে তিনি ৪ ম্যাচ খেলে ২ বার ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছিলেন। চোটের কারণে আইপিএলটা আগেভাগে শেষ না হয়ে গেলে হয়তো আরও জিততে পারতেন।

২০২১ সালে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী আবারও ফিরেছেন স্কোয়াডে। তাও ২০২৪ আইপিএলের বদৌলতেই। ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন কলকাতার হয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী বনে গিয়েছিলেন তিনি।

টেস্ট সিরিজে আছেন এমন নিয়মিত খেলোয়াড়দের ভেতর শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, অক্ষর পাটেল, মোহাম্মদ সিরাজদেরকে দলে রাখা হয়নি। আসছে নিউজিল্যান্ড সিরিজ বিবেচনায় তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তাদের বিশ্রামের ফলে একাধিক তরুণ খেলোয়াড়ের সামনে খুলে গেছে সুযোগের দুয়ার। নিতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, জিতেশ শর্মা, হার্শিত রানারা ডাক পেয়েছেন এক সিরিজ বাদে।

এই সিরিজের জন্য কোনো সহ-অধিনায়ক রাখা হয়নি। টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন দলটাকে। অন্য নিয়মিত মুখ হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, রবি বিষ্ণোই, আরশদীপ সিংরা জায়গা ধরে রেখেছেন দলে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে গোয়ালিয়রে, আগামী ৬ অক্টোবর হবে সে ম্যাচ। এরপর ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে হবে সিরিজের পরের দুই ম্যাচ।

ভারতীয় স্কোয়াড–
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব।

এ সম্পর্কিত আরও খবর