১৪৬ রানে অলআউট বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-01 13:05:02

তিন দিনের ম্যাচে পরিণত হওয়া টেস্টটা বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সকালের বর্ধিত সেশনে ৮ উইকেট খুইয়ে বসায় সে সম্ভাবনা ধুলোয় মিশে গেছে। বাংলাদেশ ১৪৬ রান তুলতেই গুটিয়ে গেছে। বোলারদের হাতে পুঁজি আছে মোটে ৯৪ রানের।

পঞ্চম দিনের সকালের সেশনের শুরুতেই মুমিনুল হকের উইকেট খুইয়েছিল দল। এরপর সাদমান ইসলাম আর নাজমুল হোসেন শান্তর ৫৫ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা।

তবে এরপরই ঘটল বিপত্তিটা। তার মূলে আছে মনোযোগ খুইয়ে বসাটা। মাত্রই আক্রমণে আসা রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত।

একটু পর ফিফটি করা সাদমান আকাশ দীপের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। এক ওভারের এদিক ওদিকে দুই সেট ব্যাটারের বিদায় বাংলাদেশকে বিপাকে ফেলে দেয়।

তারপর পালা আসে লিটন দাসের। রবীন্দ্র জাদেজার হঠাত লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। সাকিব আল হাসান এরপর ফিরতি ক্যাচ দেন জাদেজাকে।

এরপর মেহেদি হাসান মিরাজও খুব বেশিক্ষণ টেকেননি। দেয়াল তুলে দাঁড়াতে পারেননি তাইজুল ইসলামও। ৯ উইকেট চলে যাওয়ার ফলে মধ্যাহ্ন বিরতি আরও ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়।

মুশফিকুর রহিম একাই চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংসটাকে দ্বিতীয় সেশন পর্যন্ত নিয়ে যাওয়ার। তবে তার চেষ্টা আলোর মুখ দেখেনি। বিরতির আগে শেষ বলে তিনি জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন। তাতে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৬ রান তুলে।

ভারতের সামনে এখন অন্তত ৬০ ওভার বাকি। এই সময়ে তুলতে হবে তাদের ৯৫ রান।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৭ ওভারে ১৪৬/১০

-কানপুর টেস্ট জিততে ভারতের চাই ৯৫ রান

এ সম্পর্কিত আরও খবর