শোয়েব মালিকদের মুখে স্বস্তির হাসি

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:34:38

সিরিজটা আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল পাকিস্তানের। তারপরও উত্তেজনা ফুরিয়ে যায়নি। হোয়াইটওয়াশের লজ্জা থেকেই বাঁচতেই মাঠে নেমেছিল সফরকারীরা। আর শেষ লড়াইয়ে জিতে এখন স্বস্তির হাসি সফরকারী দলের ক্রিকেটারদের মুখে। সরফরাজের অনুপস্থিতিতে নেতৃত্বে আসা শোয়েব মালিক জানাচ্ছিলেন, ‘প্রতিটি জয়ই আসলে দারুণ তৃপ্তি দেয়। ড্রেসিংরুমের চেহারাটাই পাল্টে যায়। তরুণরা অনেক কিছুই শিখতে পারছে। আমি অবশ্য সবার আগে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানাতে চাই।’ 

অভিনন্দন পেতেই পারে প্রোটিয়ারা। টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকেই যে হারাল তারা। বুধবার রাতের জয়ে শুধুই হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারাল সফরকারীরা। প্রথম দুটি ম্যাচে জয় দিয়ে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল প্রোটিয়ারা।

তবে লজ্জায় ডুবতে হয়নি অতিথিদের। সেঞ্চুরিয়নে ২০ ওভারে পাকিস্তান করে ১৬৮ রান। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা আটকে যায় ১৪১ রানে।

শেষটা জিতলেও প্রোটিয়াদের বিপক্ষে গোটা সফরটাই দুঃস্বপ্নের অন্য নাম হয়ে আছে পাকিস্তানের। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। এরপর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজেও দল হেরেছে। বর্ণবাদী আচরণে বির্তক ছড়িয়ে নিষিদ্ধ হয়েছেন দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।

শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য বড় সংগ্রহ গড়তে পারেন নি কোন পাকিস্তানি ব্যাটসম্যানই। তবে সাত ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক পেরিয়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

এর মধ্যে বাবর আজম ১১ বলে করেন ২৩ রান। ২২ বলে ২৬ রান মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। ২০ বলে ২৫ আসিফ আলি। শেষে শাদাব খান ৮ বলে ২২ করে অপরাজিত।

পেসার বেরুন হেনড্রিকস ১৪ রানে নেন ৪ উইকেট।এটিই ক্যারিয়ার সেরা সাফল্য তার। দুটি উইকেট নেন ক্রিস মরিস।

জবাবে নেমে প্রতিরোধ গড়তে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। দু'জন যা একটু লড়লেন। রাসি ফন ডার ডাসেন করেন ৩৫ বলে ৪১ রান। মরিস ২৯ বলে ৫৫ রানে অপরাজিত। তারপরও অবশ্য ম্যাচসেরা ব্যাটে ঝড় তোলা ইনিংসের পর ২ উইকেট তুলে নেওয়া শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৯ (বাবর ২৩, ফখর ১৭, রিজওয়ান ২৬, মালিক ১৮, তালাত ৩, আসিফ ২৫, ইমাদ ১৯, ফাহিম ৪, শাদাব ২২*; বিউরান হেনড্রিকস ৪/১৪, মরিস ২/২৭, সিপামলা ১/২৫, ফেলুকওয়ায়ো ১/৪১)।
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪১/৯ (রিজা হেনড্রিকস ৫, মালান ২, ফন ডার ডাসেন ৪১, ক্লাসেন ২, মিলার ১৩, ফেলুকওয়ায়ো ১০, মরিস ৫৫*, বিউরান হেনড্রিকস ৩, ডালা ৫; ইমাদ ১/১৯, শাহিন শাহ ১/২৩, আমির ৩/২৭, শাদাব ২/৩৪, ফাহিম ২/৩৪)।
ফল: পাকিস্তান ২৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: শাদাব খান
সিরিজসেরা : ডেভিড মিলার

এ সম্পর্কিত আরও খবর