মিরপুরে খেলেই অবসর সাকিবের-ইঙ্গিত বিসিবির

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-07 19:44:28

অবশেষে সাকিব আল হাসানের জন্য স্বস্তির খবর। দেশ থেকে তিনি বিদায়ের যে পরিকল্পনা করেছেন, তা বাস্তবতার ছোঁয়া পেতে পারে! বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দূর হতে যাচ্ছে। দেশের মাঠ থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবসরের সম্ভাবনা উজ্বল বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

সোমবার মিরপুরে বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের অবসরের প্রসঙ্গে ফারুক বলেন, ‘সাকিবের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার।‘

বিশ্বকাপে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলা সাকিব দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ টেস্ট খেলতে চেয়েছেন। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলের পর তিনি রয়েছেন বিপাকে। কারণ গত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। এ অবস্থায় দেশে এসে টেস্ট ম্যাচটি খেলে ফিরে যাওয়ার নিরাপত্তাটাও চেয়েছেন সাকিব।

হত্যা মামলার আসামি হওয়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন তিনি। আর সেটা নিশ্চিত হলে এ মাসে ঢাকায় ফিরে নিজের মেষ টেস্ট ম্যাচটি খেলবেন সাকিব।

আজ বোর্ড সভা শেষে সাকিবের নিরাপত্তার ইস্যুতে ফারুক আহমেদ বললেন, ‘লিগ্যালটা তো আমি বলতে পারবো না। সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আরও যোগ করেন ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারবো।’

এ সম্পর্কিত আরও খবর