রোহিতের রেকর্ডে জবাব ভারতের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:42:51

ব্যর্থতার কঠিন বাস্তবতা থেকে এবার সাফল্যের আকাশে উড়ল ভারতীয় দল। আগের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের লজ্জায় ডুবেছিল সফরকারীরা। এবার সেই দলটাই কিউইদের বিপক্ষে তুলে নিয়েছে অনায়াস জয়।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরল রোহিত শর্মার দল। এক ম্যাচ পরই জবাবটা দিল ভারত।

শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে অকল্যান্ডে ২০ ওভারে ১৫৮ রান তুলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে এক ওভার ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অতিথিরা। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন রোহিত শর্মা।

কিউইরা শুরুতে ব্যাট করতে নেমেই হারায় আগের ম্যাচের জয়ের নায়ক টিম সাইফার্টকে। ১২ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার তিনি। তারপর প্রতিরোধ গড়েন কলিন মানরো (১২) ও কেন উইলিয়ামসন (২০)। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার স্পিনে ভেঙে যায় সেই প্রতিরোধ। দু'জনই তার শিকার।

এরপরই ফিরে যান ড্যারেন মিচেল। যদিও তার আউট নিয়ে ছড়িয়েছে বিতর্ক। আম্পায়ার এলবিডব্লিউ দেন। যদিও রিপ্লেতেই দেখা যায় বল তার ব্যাটে লেগেছে। বিস্ময়কর ব্যাপার হলো স্নিকো দেখেও আউটের ঘোষণাই রেখে দেন তৃতীয় আম্পায়ার!

এক পর্যায়ে কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেলর জুটিতে পথ খুঁজে নেয় নিউজিল্যান্ড। ২৮ বলে গ্র্যান্ডহোমের ব্যাট থেকে আসে ৫০। ৩৬ বলে ৪২ রানে ফিরেন টেলর। আর  শেষ অব্দি ১৫৮ অবশ্য চ্যালেঞ্জিং স্কোর ছিল না।

বাঁহাতি স্পিনার ক্রুনাল ২৮ রানে নেন ৩ উইকেট। খলিল ২৭ রানে শিকার করেন দুটি উইকেট।

এরপর জবাব দিতে নেমে রোহিত শর্মা আর শিখর ধাওয়ান শুরুতেই জমা করেন ৭৯ রান। ২৯ বলে ৫০ রান করে ফিরেন রোহিত। এদিনই মার্টিন গাপটিলকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন তিনি। রোহিতের রান ৯২ ম্যাচে ২২৮৮। আর গাপটিল করেছেন ৭৬ ম্যাচে ২২৭২ রান।

পাশাপাশি ৪টি ছক্কা হাঁকিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি ক্লাবে পা রাখলেন। গাপটিল ১০৩ ও ক্রিস গেইলের ১০৩ ছক্কা হাঁকিয়ে আছেন তার সামনেই।

রোহিতের রেকর্ডের দিনে ধাওয়ান করেন ৩০। ২৮ বলে ৪০ রানের অপরাজিত রিশাভ পান্ত সঙ্গে মহেন্দ্র সিং ধোনি ১৭ বলে ২০ তুলে দলকে পাইয়ে দেন অনায়াস জয়।

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৫৮/৮ (সাইফার্ট ১২, মানরো ১২, উইলিয়ামসন ২০, মিচেল ১, টেলর ৪২, ডি গ্র্যান্ডহোম ৫০, স্যান্টনার ৭*, কুগেলাইন ২, সাউদি ৩*; ভুবেনশ্বর ১/২৯, খলিল ২/২৭, হার্দিক ১/৩৬, ক্রুনাল ৩/২৮)।
ভারত: ১৮.৫ ওভারে ১৬২/৩ (রোহিত ৫০, ধাওয়ান ৩০, পান্ত ৪০*, শঙ্কর ১৪, ধোনি ২০*; ফার্গুসন ১/৩১, সোধি ১/৩১, মিচেল ১/১৫)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা: ক্রুনাল পান্ডিয়া

এ সম্পর্কিত আরও খবর