পাকিস্তানের দুঃসময় যেন চলছেই। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর দলটা ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম ম্যাচে হেরে বসেছে। ইংলিশদের কাছে হেরেছে আবার বিব্রতকর এক রেকর্ড গড়ে।
এর আগেই আরও একটা দুঃসংবাদ পেয়ে গেছে শান মাসুদের দল। এই দুঃসংবাদ এসেছে মাঠের বাইরে থেকে। লেগ স্পিনার আবরার আহমেদ অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
আবরার প্রথম ইনিংসে বোলিং করে আর সব পাকিস্তানী বোলারের মতোই খরুচে ছিলেন। ৩৫ ওভার বল করে তিনি ১৭৪ রান বিলিয়েছেন, তবু উইকেটের দেখা পাননি।
তবে টানা তিন দিন বোলিং-ফিল্ডিংয়ের ধকলটা নিতে পারেননি তিনি। চতুর্থ দিন মাঠে নামতে পারেননি তিনি। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বেশ কিছু পরীক্ষাও করানো হয়েছে তার। বিষয়টি জানিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
আজ পঞ্চম দিনে পাকিস্তান তাকে ছাড়াই খেলতে নেমেছে। অলআউটও হতে হয়েছে নবম উইকেট পতনের পর, কারণ তিনি মাঠে আসতে অপারগ। তার অবস্থা যে খুব একটা সুবিধের নয়, তার আঁচ মিলছে এ থেকেই।