বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিয়মিত একজনই হয়ে উঠেছেন রিশাদ হোসেন। তবে বিপিএলের নিলামে আজ ডাক পাচ্ছিলেনই না কোনো দলের। তবে শেষমেশ তাকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।
বিপিএলের ড্রাফটে আজ তিনি দুই সেট পেরিয়ে গেলেও দল পাননি। যেখানে তার আগে স্পিনার তানভির ইসলাম, আলিস আল ইসলামরাও দল পেয়ে গিয়েছিলেন। দুই সেট থেকে প্রত্যেক দল চার জন করে দেশি ক্রিকেটার নিয়ে গিয়েছিল, তবু রিশাদ ছিলেন অপেক্ষায়।
তৃতীয় সেটের প্রথম ডাকে গিয়ে তার অপেক্ষা শেষ হয়। ফরচুন বরিশাল তাকে ডেকে নেয় নিজেদের দলে। তার আগে ৪২ জন খেলোয়াড় দল পেয়েছেন, তিনি ৪৩তম দেশীয় খেলোয়াড় হিসেবে কোনো দলে ডাক পেয়েছেন।
তিনি ছিলেন এ ক্যাটাগরিতে। তার আগে বি ক্যাটাগরিতে থেকে খেলোয়াড় সব দল পেয়ে গিয়েছিলেন। শেষমেশ তিনি ৪৩ নম্বরে ডাক পান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের ফরচুন বরিশালে।
গেল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছিলেন রিশাদ। সে দলটা তাকে মাঠে নামিয়েছিল মাত্র ৪ ম্যাচে। সব মিলিয়ে তিনি বল করেছেন ৯ ওভার, উইকেট নিয়েছিলেন ৬টি।
এরপর অবশ্য তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো কেড়ে নেন। এরপর তিনি ডাক পাচ্ছেন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোতেও।