অবশেষে ফারুক আহমেদের ইচ্ছে পূরণ হচ্ছে। বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ। আজ মঙ্গলবার খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মিরপুরের শেরেবাংলায় গণমাধ্যমের সামনে জানিয়ে দিলেন, তাকে আর রাখছে না বিসিবি। আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
সামনে জাতীয় দলের কয়েকটি অ্যাসাইনমেন্ট থাকলেও আচমকা কোচ বিদায় করল বোর্ড! ফারুক বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
হাথুরুর বিদায় প্রসঙ্গে ফারুক আহমেদ আরও বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম মানিয়ে নিতে। দুই-তিনটা ঘটনা ঘটেছে। ইচ্ছেমতো ছুটি কাটানো, জাতীয় দলের খেলোয়াড়ে গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই দলের জন্য ভালো উদাহরণ ছিল না। তাই তাকে ৪৮ ঘণ্টার শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এটা স্থায়ী হয়ে যাবে।’
আগামী বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুর। কিন্তু তার আগেই হাই প্রোফাইল এই কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানল ফারুক আহমেদের বোর্ড! এটি ছিল বাংলাদেশ কোচ হিসেবে তার ‘দ্বিতীয় অধ্যায়’। প্রথমবার তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলেন। দ্বিতীয় দফার চাকরিতে বিসিবি তাকে বিদায় করে দিল।
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেড কোচের আসছেন একজন। যিনি ওয়েস্ট ইন্ডিজের। বোর্ড তার সঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি চুক্তি করেছে।
সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশ পারফরমেন্সের ভালো মন্দ দুটো দিকই দেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটি থেকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে। আবার ভারতের মাটিতে টেস্ট এবং টি- টোয়েন্টি চরম বাজে পারফরমেন্স দেখিয়ে হেরেছে।
কোচের পদ থেকে হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে দলীয় পারফরমেন্সের তুল্যমুল্য বিচারের চেয়ে খেলোয়াড়দের সঙ্গে তার অসদাচরণ ও একনায়কতান্ত্রিক ভুমিকার কারণকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিসিবি। গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কোচ চরম বাজে আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তও করেছিলেন বিসিবি। অভিযোগ ছিল কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুমের ঘাড়ে ধাক্কা দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
বাংলাদেশের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরির মেয়াদ ছিল সামনের বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু তাকে আগেভাগেই বিদায় করে দিল বিসিবি।
দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে ৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচ অমিমাংসিত। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জয়, হার ১৫টি, একটিতে ফল হয়নি।