মোহাম্মদ সিরাজের দায়িত্ব আরও বাড়ল। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই পেসার এখন তেলেঙ্গানা পুলিশের কর্মকর্তা। ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) পদে যোগ দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে খোদ তেলেঙ্গানা পুলিশ। তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সিরাজের নিয়োগের খবর জানিয়েছে তারা।
পোস্টে বলা হয়েছে, ‘তার অসাধারণ ক্রিকেট সাফল্য এবং রাজ্যের প্রতি গভীর প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ সিরাজকে তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন এই দায়িত্বের মাধ্যমে সিরাজ তাঁর ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করবেন।’
গত জুলাইয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডি সিরাজকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির ফলস্বরূপ, ১১ অক্টোবর সিরাজ তেলেঙ্গানা পুলিশের উচ্চপদে নিয়োগ পেলেন। মুখ্যমন্ত্রী তাকে হায়দরাবাদে বাড়ি তৈরির জন্য জমি দেওয়ার ঘোষণাও করেছিলেন।
এই মুহূর্তে সিরাজ বিশ্রামে আছেন। তিনি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন, কিন্তু টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সিরাজ আবার দলে ফিরেছেন।