ফিলিস্তিনের পাশে পিএসজি সমর্থকরা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-07 19:28:22

গেল বছর ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। সে থেকে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হয়ে।

ফুটবল মাঠে এ পর্যন্ত বহুবারই সমর্থকরা এর প্রতিবাদ জানিয়েছেন। এবার পিএসজির সমর্থকরাও এতে শামিল হলেন। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিলিস্তিনের সমর্থনে বিশাল টিফো নিয়ে হাজির হয়েছেন গ্যালারিতে।

গতকাল বুধবার রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। সে ম্যাচে সমর্থকরা ফিলিস্তিনকে সমর্থন দিয়েছেন বিশাল ব্যানার নিয়ে এসে।

পিএসজি সমর্থক গোষ্ঠী ওতেয়ি কপ এই টিফো প্রদর্শন করে গ্যালারিতে। সেখানে বড় করে লেখা ছিল ফ্রি প্যালেস্টাইন।

তবে ইসরায়েল সমর্থক ফরাসি সরকার বিষয়টি ভালো চোখে নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু রীতিমতো পিএসজিকে নিষিদ্ধ করার হুমকিও দিয়ে বসেছেন!
এই ম্যাচের পর স্থানীয় এক রেডিওর মুখোমুখি হয়েছিলেন তিনি। সে প্রশ্নের জবাবে তিনি বিষয়টাকে উড়িয়ে দেননি একেবারেই।

তিনি জানান শিগগিরই কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। হোতাইয়ু বলেন, ‘আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।’

এ সম্পর্কিত আরও খবর