আঙুলের চোটের কারণে মুশফিকুর রহিমকে আফগানিস্তান সিরিজে আর পাচ্ছে না বাংলাদেশ। শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরেও না পাওয়ার। সে শঙ্কা বাড়ালেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক, জানালেন সে সফরের টেস্ট সিরিজে থাকছেন না মুশফিক।
শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম। সে চোট তাকে আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে দিয়েছে।
আফগানিস্তান সিরিজ শেষেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সেই সফরেও টেস্ট এবার তাকে পাওয়া যাবে না। বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
ক্রিকবাজকে বাংলাদেশ দলের এক নির্বাচক বলেছেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’
মুশফিক ওই সিরিজের ওয়ানডেতেও খেলবেন কি না, তা নিয়ে আছে শঙ্কা। এক মাস সময় লাগা মানেও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফিরতে পারবেন তিনি। অথচ ওই সফরের ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাবে ১২ ডিসেম্বর।
টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর থেকে। তখন যদি চোট কাটিয়ে ফিরলেও তাকে পাবে না দল, কারণ ওই ফরম্যাট থেকে ২০২২ সালে অবসর নিয়ে নিয়েছেন মুশফিক। তাই আঙুলের এই চোটে তার ওয়েস্ট ইন্ডিজ সফরটাই শেষ হয়ে গেছে, ঠাহর করা যাচ্ছে তাই।