সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-09 16:11:07

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রথম সভাতেই সুখবর পেলেন সদ্য সাফজয়ী নারী ফুটবল দল। সাবিনা খাতুনদের বড় অঙ্কের অর্থ পুরস্কার দিচ্ছে বাফুফে। আজ শনিবার সভা শেষে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বাফুফের নতুন কমিটির প্রথম সভায় ছিল ২৮টি এজেন্ড। তবে সবার চোখ ছিল সাফজয়ীদের জন্য বাফুফে কী পুরস্কার ঘোষণা করে।
টানা দ্বিতীয়বারের মতন সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড়কোটি টাকা পুরস্কার দিচ্ছে ফুটবল ফেডারেশন। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে গণমাধ্যমে এই ঘোষণা দেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। খুব শিগগিরই আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব।’

অংশ নেওয়া ফুটবলাররা ছাড়াও সাপোর্ট স্টাফের সব সদস্যের মধ্যে ভাগ করে দেওয়া হবে এই অর্থ। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য এই বাফুফের এই পুরস্কার পাবেন। আমরা দেড় কোটি টাকা শিগগিরই সংগ্রহ করব। সংগ্রহ হওয়া মাত্রই আমরা সেটি নারী ফুটবল দলকে প্রদান করব।’

চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করে। তারপরই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা প্রদানের ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে ফাইনালে স্বাগতিক নেপাল দলকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। 

এ সম্পর্কিত আরও খবর