মাত্র নভেম্বর চলছে এখন। লিওনেল মেসির মৌসুমটা এখানেই শেষ হয়ে গেল!
তার দল ইন্টার মায়ামি আজ মেজর লিগ সকারের প্লে অফে আজ মুখোমুখি হয়েছিল আটলান্টা ইউনাইটেডের। সে ম্যাচে দলটা হেরেছে ৩-২ গোলে। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। যার ফলে আগামী মার্চে নতুন মৌসুম শুরুর আগে আগে আর ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির।
লিওনেল মেসি আগের দুই ম্যাচে গোল করতে পারেননি। পারলেন আজ। সেটাও মায়ামির জন্য যথেষ্ট হলো না।
প্লে অফের প্রথম ম্যাচে আটলান্টার বিরুদ্ধে জিতেছিল মায়ামি। ২-১ গোলের সে জয়ের পরের দুই ম্যাচের একটাতে জিততে পারলেই সেমিফাইনালে চলে যেত দলটা। কিন্তু পরের দুই ম্যাচের দুটোতেই হারল মায়ামি, আর তাতেই মৌসুম শেষ হয়ে গেল মেসি আর মায়ামির।
আজ নিজেদের মাঠে ১৭ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস রোহাস। তবে ১৯ ও ২১ মিনিটে গোল হজম করে মায়ামি, গোল দুটো করেন জামাল থিয়ারে।
মেসি বিরতির পর দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান। ৬৫ মিনিটে মার্সেলো ভিগান্তের ক্রসে দারুণ এক হেডারে গোল পান তিনি।
তবে সমতায় থাকার স্বস্তি দলটার টিকল মোটে ১১ মিনিট। বারতোজ সিলৎসের গোলে শ্মশানের নিরবতা নেমে আসে চেজ স্টেডিয়ামের গ্যালারিতে। সে গ্যালারি আর সরব হয়নি শেষতক। মেসিরা মাঠ ছাড়েন ৩-২ গোলের হার নিয়ে।