আবারও হারল বার্সা, কোচ বললেন রেফারি ‘বড় ভুল’ করেছে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-11 12:15:12

সবশেষ ব্যালন ডি অর অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির রদ্রি এর্নান্দেজ, তা নিয়ে জলঘোলাও কম হয়নি। বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারটা উঠেছিল লামিন ইয়ামালের হাতে।

রদ্রি তার দলে কতটুকু প্রভাব ফেলেন, সেটা বোঝা যাচ্ছে সিটির সাম্প্রতিক ফর্মের দিকে তাকালেই। তিনি পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন, তাতে সিটিও ধুঁকছে, টানা চার ম্যাচের চারটাতে হেরেছে। 

একই সমস্যায় পড়েছে বার্সেলোনাও। শেষ কিছু দিন ধরে দারুণ ফর্মে থাকা কাতালানরা যেই না একদিন খেলতে নামল লামিনকে ছাড়া, সেদিনই মুখ থুবড়ে পড়ল। শেষ ৫ ম্যাচে ২৬ গোল করা দলটা কাল গোলই করতে পারল না, উল্টো রিয়াল সোসিয়েদাদের কাছে হারল ১-০ গোলে। 

তবে এই ম্যাচে লামিনের অনুপস্থিতি ছাপিয়েও বড় হয়ে উঠেছে একটা ঘটনা। রবার্ট লেভান্ডভস্কির গোল বাতিল হয়েছে গতকাল অফসাইডের অভিযোগে। সেটা নিয়েই উষ্মা প্রকাশ করেছেন বার্সা কোচ। 

লামিন আগের ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে গত রাতে তাকে স্কোয়াডেও রাখেনি বার্সা। তার অনুপস্থিতিতে দলটাও আক্রমণের ধার খুইয়ে বসে। 

তবে এরপরও ১৩তম মিনিটে রবার্ট লেভান্ডভস্কি বল জড়িয়েছিলেন সোসিয়েদাদের জালে। কিন্তু ভিএআর সেখানে বাঁধ সাধে। স্বাগতিক সোসিয়েদাদের শেষ ডিফেন্ডারের সঙ্গে আপাতদৃষ্টিতে ব্যবধান না দেখা গেলেও ভিএআর জানায় গোলটা অবৈধ ছিল, লেভা ছিলেন অফসাইডে। গোলটা বাতিল হয় তাতে।

এর কিছুক্ষণ পরই সোসিয়েদাদ পেয়ে যায় গোলের দেখা। শেরাল্ডো বেকারের গোলেই শেষমেশ ম্যাচের নিয়তি ঠিক হয়ে গেছে। বার্সা আর তার জবাব দিতেই পারেনি। 

ম্যাচ শেষে কোচ হানসি ফ্লিক কথা বলেছেন ওই অফসাইড নিয়ে। তিনি বলেন, ‘আমি তা দেখেছি, সিদ্ধান্তটা ভুল ছিল। এটা আমাদের বৈধ গোল ছিল। এটা পাগলামি! গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল!‘

তবে ফ্লিক রেফারিকে দোষ দিতে নারাজ। বিষয়টাকে তিনি দেখছেন মানবিক ভুল হিসেবে, ‘আমাদের মেনে নিতে হবে এটা। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না। আমরা সবাই মানুষ, ভুল তো সবারই হয়! তবে আজকের ভুলটা বড় ছিল।’

হারের দায়টাও নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন ফ্লিক। বললেন, ‘এই হারের দায় আমাদের। আমরাই দায়ী। আমরা এর চেয়ে ভালো খেলতে পারি।’ 

লামিনকে না পাওয়া নিয়েও হতাশা ফুটে উঠল তার কথায়। তিনি বললেন, ‘আমরা এখন লামিনে ইয়ামালকে মিস করছি। আমি জানি না আন্তর্জাতিক বিরতির পর সে ঠিকঠাকভাবে ফিরে আসতে পারবে কি না।’

এই হারের ফলে বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান কমেনি। কারণ রিয়াল একটা ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৩৩ পয়েন্ট। ওদিকে রিয়াল এক ম্যাচ কম খেলে পেয়েছে ২৭ পয়েন্ট। নিজেদের হাতে থাকা ম্যাচটা জিততে পারলেই রিয়াল চলে আসবে বার্সার তিন পয়েন্টের দূরত্বে।

এ সম্পর্কিত আরও খবর