পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-16 20:32:36

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও পাকিস্তান জেতার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু দলটা শেষমেশ তা আর পারল না। ক্ষুদ্রতর ফরম্যাটে অস্ট্রেলিয়া শোধটা তুলল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে স্বাগতিকরা।

এসসিজিতে আজ টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুটা দারুণই হয়েছিল তাদের। উদ্বোধনী জুটিতে ডি’আর্সি শর্ট আর জেমস ফ্রেজার ম্যাগার্ক মিলে ৩.১ ওভারেই দলীয় পঞ্চাশ রান তুলে ফেলেন, যা আবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম। তবে এরপরই ধস নামে পাকিস্তান ম্যাচে ফেরে। ৪ রানের ব্যবধানে তুলে নেয় ৩ উইকেট। টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া।

সেই যে পথ হারাল, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অজিরা। শর্টের ৩২ রানই শেষতক হয়ে ছিল ইনিংসে সর্বোচ্চ। অ্যারন হার্ডি ২৮, গ্লেন ম্যাক্সওয়েল ২১ রানে ভর করে ১৪৭ রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। হারিস রউফ ছিলেন পাকিস্তানের সেরা বোলার, ২২ রানে তুলে নেন ৪টি উইকেট।

এ রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ছিল ব্যাকফুটে। দলীয় ১৭ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। স্পেনসার জনসনের কারিশমার শুরু সেখানেই, রিজওয়ান ও ফারহানকে ফেরান তিনি। বাবরও ফেরেন দ্রুতই।

তবে উসমান খানের ফিফটি পাকিস্তানকে আশা দেখাচ্ছিল। ফিফটির পর তাকেও থামান ওই জনসন। ইরফান খান একটা চেষ্টা করেছিলেন অবশ্য। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৭ রানে। ওপাশ থেকে কোনো সাহায্যই কেউ তাকে করতে পারেননি। যার ফলে ২ বল আগেই পাকিস্তান ১৩৪ রানে অলআউট হয়। ২৬ রানে ৫ উইকেট নিয়ে জনসন একাই অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান। ম্যাচসেরার পুরস্কারটাও তার হাতেই উঠেছে শেষমেশ।

এ সম্পর্কিত আরও খবর