সাকিবের বাজে দিন, হারল গায়ানা

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-30 14:56:58

গ্লোবাল সুপার লিগে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভিক্টোরিয়া হকসের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরে যায় তারা। 

গায়ানায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান। জবাবে ভিক্টোরিয়া ১৯.২ ওভারেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

গায়ানার হয়ে মঈন আলী ও শাই হোপ ৭৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও তা পূরণ হয়নি। হোপ ৪০ এবং শিমরন হেটমায়ার ১৮ রান করেন। শেষদিকে রোমারিও শেফার্ড ও হাসান খান মিলে ৩৬ রানের জুটি গড়ে দলকে দেড়শর ঘর পেরিয়ে দেন।

বল হাতে আগের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিম হাসান সাকিব এই ম্যাচে ছিলেন খরুচে। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। শেষ দুই ওভারে ভিক্টোরিয়ার দরকার ছিল ১৯ রান।

১৯তম ওভারে তানজিমের খরচ করা ১৩ রানেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় গায়ানা। শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের প্রথম দুই বলেই দুই চার এবং একটি ওয়াইডে ৯ রান তুলে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

এ সম্পর্কিত আরও খবর