সাহস দিলেন মেহেদী মিরাজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 13:21:27

নেপিয়ারে লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটের সেই হারে দল এখন বিপাকে। শনিবার ভোরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চাপে থেকেই মাঠে নামবে টাইগাররা। হেরে গেলে সিরিজ জেতার সম্ভাবনাও মৃত্যু হবে! ক্রাইষ্টচার্চে আরো বেশি প্রতিকূল পরিবেশে লড়তে অতিথি দলকে। তবে মেহেদী হাসান মিরাজ ঠিকই আশার প্রদীপ জ্বালিয়ে রাখলেন। তার বিশ্বাস এবার ঠিকই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াবে দল। এমন কী জিতে নিতে পারে সিরিজও।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভোর চারটায় কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনে।

তার আগে আত্মবিশ্বাসী কথা শোনালেন মিরাজ। দলের এই তরুণ ক্রিকেটার জানাচ্ছিলেন, ‘সিরিজের প্রথম ম্যাচেই হেরেছি আমরা। তবে হতাশার কিছু নেই। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের হবে। এ অবস্থায় কালকের (শনিবার) ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলে আত্মবিশ্বাস ফিরে পাব আমরা।’

কিউই কন্ডিশন ভোগাচ্ছে টাইগারদের। অবশ্য প্রতিবারই পরিবেশও প্রতিপক্ষ হয়ে উঠেছে সফরকারীদের। এ কারণেই এখনো দেশটি থেকে কোন আন্তর্জাতিক ম্যাচ জিতে ফিরতে পারেনি বাংলাদেশ। অবশ্য মিরাজ বুঝতে পেরেছেন, কিউইদের বিপক্ষে জিততে হলে ম্যাচের শুরুটা ভাল করতে হবে। জানাচ্ছিলেন, ‘ওদের কন্ডিশনে প্রথম ১০ ওভার নিয়ে আলাদা করতে ভাবতে হবে। তখন যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা নেই। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়েছে। টপ অর্ডাররা ভাল খেললে ভাল পরের ব্যাটসম্যানরাও বাড়তি সুবিধা পায়।’

মিরাজ ভাল করেই বুঝে গেছেন নিউজিল্যান্ডে ভাল করতে হলে পেসারদের সাফল্য পেতে হবে। তাদের উইকেটে স্পিনারদের তেমন কিছুই করার নেই। বলছিলেন, ‘দেখুন বাংলাদেশে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসাররাই মূল ভরসা। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। তিনি থাকলে আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে। আমার মনে হয়, এখানে স্পিনারদের যে রোল, সেটা হচ্ছে পেসারদের সাহায্য করা।’

আর সেই সাহায্যটাই ঠিকঠাক মতো করতে চাইছেন মিরাজ। জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না এই অলরাউন্ডার।

এ সম্পর্কিত আরও খবর