আরও একটা যুব এশিয়া কাপ শিরোপা জেতার হাতছানি বাংলাদেশের সামনে। সেই মিশনে সেমি-ফাইনালের বাধা পেরিয়ে যাওয়ার পথে জুনিয়র টাইগাররা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্ত বোলিং করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে আটকে রাখল। মানে ১১৭ রান তুললেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ দল।
আজ শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। আর বাংলাদেশ যুবাদের বোলিং তোপে তারা ৩৭ ওভারে অলআউট হয়ে তুলে ১১৬ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ।
বাংলাদেশের হয়ে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। ২৩ রানে ২ উইকেট নিয়েছেন আরেক পেসার মারুফ মৃধা।
সকালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। এরপর প্রথম ওভারেই উইকেট তুলে নেন মারুফ মৃধা। পাকিস্তানের দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে সাজঘরের পথ দেখান এই পেসার।
তারপর অবশ্য পাকিস্তান যুব দলের অধিনায়ক সাইদ বেগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ কিছুটা সময় দুশ্চিন্তার কারণ হন বাংলাদেশের। এরপর তাদের দুজনকেই ফেরান পেসার ইকবাল হোসেন ইমন।
১৮ রানে সাইদ বেগ ফিরলে জুটি ভাঙে স্বস্তি পায় বাংলাদেশ। ২৮ রানে আউট রিয়াজুল্লাহ। তারপর দ্রুত বাকিদের আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ দল।
বল হাতে বোলাররা সফল। এখন কাজ ব্যাটারদের। ৫০ ওভারের ম্যাচে ১১৭ রান তুললেই যুব এশিয়া কাপের সেমিতে চলে যাবে বাংলাদেশ।