শূন্য রানে ফিরলেন ওপেনার যশস্বী জসওয়াল। আরেক ওপেনার কেএল রাহুলও শূন্য রানে আউট। আম্পায়ার আঙ্গুল তুলে জানালেন তা। কিন্তু খানিকবাদে সিদ্ধান্ত বদল। টিভি আম্পায়ার জানালেন বোলান্ডের সেই বলটা ছিল নো বল, ওভারস্টেপিং! রাহুল রক্ষা পেলেন। কিন্তু অ্যাডিলেডে প্রথম ইনিংসে যে ভারত প্রথমদিন রক্ষা পেল না। গুটিয়ে গেল ১৮০ রানে।
প্রথমদিন শেষে অস্ট্রেলিয়া সেই রানের জবাবে তুলল ১ উইকেটে ৮৬ রান। ৯৪ রানে পিছিয়ে তারা।
অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে প্রথমদিনের নায়ক ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ফাস্ট বোলিংয়ের দুর্দান্ত নজির দেখিয়ে তিনি ৬ উইকেট শিকার করেন। এটিই তার ক্যারিয়ারসেরা বোলিং। গোলাপি বলে চমক দেখালেন দিবা-রাত্রির টেস্টে। সেই একই উইকেটে গোটা দিনের ৩৩ ওভারে ভারতীয় পেসাররা তেমন কার্যকর হতে যে পারলেন না।
দারুন নাটক এভাবে শুরু হয় সকালে এই টেস্ট ম্যাচ। ম্যাচের প্রথম বলেই উইকেট হারায় ভারত। যশ্বসী যশওয়ালকে এলবিডব্লিউ করেন মিচেল স্টার্ক। কে এল রাহুল ও শুভমান গিল দ্বিতীয় উইকেট জুটিতে ভারতকে এগিয়ে নেন। অস্ট্রেলিয়ান পেসাররা ঠিক তখনই ফের ধাক্কা দেন। সেই ধাক্কায় ভারতের মিডিল অর্ডার ধ্বসে পড়ে। বিরাট কোহলি ফিরেন ৭ রানে। জায়গা বদলে ছ নম্বরে ব্যাট করতে নেমে ও সুবিধা করতে পারেননি রোহিত শর্মা। বোল্যান্ডের বলে তিন রানে আউট হন তিনি।
১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করা ভারত কিছুটা স্বস্তি দেয় নীতিশ রেড্ডির ব্যাট। রেড্ডির ৪২ ও অশ্বিনের ২২ রান ভারতের সঞ্চয়কে কিছুটা স্বস্তি দেয়।
৪৪.১ ওভারে ১৮০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবি ইনিংসে ওপেনার খাজার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৮৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে।