তখন ম্যাচের ২১ মিনিট। তখনই কীনা ১০ জনের দল হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার সুজন হোসেন। তারপরও হাল ছাড়েনি, বরং আরও বেশি আক্রমণাত্মক হয়ে তুলে নিয়ে মনে রাখার মতো এক জয়। হারিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে।
আজ শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১-০ গোলে কিংসকে হারিয়েছে মোহামেডান। দলটির জয়ের নায়ক মালির ফুটবলার সোলেমান দিয়াবাতে।
অথচ ছুটির দিনে এই ম্যাচের ৭০ মিনিটেরও বেশি সময় মোহামেডান ছিল ১০ জনের দল। এখানেই শেষ নয়, ম্যাচটিতে সোলেমান দিয়াবাতে পেনাল্টিও মিস করেছেন। তারপরও হাসিমুখ সাদা-কালো শিবিরেরই।
কুমিল্লার মাঠে ছুটির দিনে হাজারো দর্শকের স্লোগানে মুখরিত ছিল খেলা। সেখানেই ম্যাচের ২১তম মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। বাকি সময়টুকু লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। কিন্তু খেলায় সেটা চোখে পড়েনি। সমান তালে লড়েছে এবং গোলও আদায় করেছে।
৫৮তম মিনিটে এসে অধিনায়ক দিয়াবাতে এগিয়ে দেন দলকে। দ্রুতগতির আক্রমণে বক্সের সামনে বল পান তিনি। তারপর কোনাকুনি জোরালো শটে অধিনায়ক বল পাঠিয়ে দেন বসুন্ধরার জালে। অবশ্য ম্যাচে ঘটনার নায়ক না হয়ে খলনায়কও হতে পারবেন দিয়াবাতে। খেলার পনেরো মিনিটের মধ্যে সুযোগ মিস করেন এই তারকা ফুটবলার। তার নেওয়া পেনাল্টি শট কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ আটকে দেন।
চলতি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়ে শুরু করেছিল মোহামেডান। আজ পেলো দ্বিতীয় জয়। লিগের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে মোহামেডান। বসুন্ধরা কিংসের অর্জন ৩ পয়েন্ট, সমান দুই ম্যাচ খেলে।