ট্রফি জিতে কত টাকা পেল চ্যাম্পিয়ন রংপুর?

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-07 13:11:48

প্রথম দুই ম্যাচে হার। এরপর ঘুরে দাঁড়ানোর অনন্য গল্প লিখে সেই রংপুর রাইডার্সই কীনা গায়ানার গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল। আজ শনিবার ৫৬ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। এই সাফল্যে মোটা অঙ্কের অর্থও পেয়েছে নুরুল হাসান সোহানের দল।

চ্যাম্পিয়ন প্রাইজমানি তো আছেই সঙ্গে লিগ পর্বের প্রতি ম্যাচের অ্যাপিয়ারেন্স মানি দুইয়ে মিলে বাজিমাত করল রংপুর রাইডার্স। প্রথম খেলতে গিয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটি।

অবশ্য উইন্ডিজের আয়োজনে গ্লোবাল লিগে তাদের খেলারই কথা ছিল না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় বাংলাদেশ থেকে তারা খেলার সুযোগ পেয়ে যায়। সুযোগ পেয়েই সেরাদের সেরা রংপুর। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে দলটি জিতেছে ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি টাকা।

লিগ পর্বে দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠে রংপুর। ওই ম্যাচের জন্যও ছিল আলাদা করে অর্থ পুরস্কার। লিগ পর্বের দুটি ম্যাচ জিতে তারা পেয়েছিল ৫০ হাজার ডলার। যা কীনা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। তার মানে সবমিলিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থ পেয়ে গেল গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স!

আজ শনিবার আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর তুলে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান। তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট ভিক্টোরিয়া। তারকা ব্যাটার সৌম্য সরকার জয়ের নায়ক। ফাইনালে ব্যাটে ঝড় তুলে ৫ ছক্কা ৭ চারে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই তারকা ব্যাটার।

ভিক্টোরিয়াকে ১৭৯ রানের বড় একটা লক্ষ্য দেয় রংপুর। সেই সংগ্রহটা টপকে যাওয়ার পথে শুরুর ৭ ওভারে ১ উইকেটে ৬৫ রান তুললেও এরপরই পথ হারায় তারা। ১৮.১ ওভারে ১২২ রানে শেষ দলটি। হারমিত সিং তুলে নেন ৩ উইকেট। সাইফ ও মেহেদী দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুর শুরুতেই পায় ঝড়ো সূচনা। উদ্বোধনী জুটিতে সৌম্য ও স্টিভেন টেলর দারুণ খেলেন। টেলর ৬৮ রান তুলে ফিরলেও অপরাজিত ছিলেন সৌম্য। ৩৩ বলে হাফসেঞ্চুরি তুলে এই বাঁহাতি ওপেনার। শেষ অব্দি অপরাজিত থাকেন ৫৪ বলে ৮৬ রানে।

এ সম্পর্কিত আরও খবর