অ্যাডিলেডে আরেকটি অস্ট্রেলীয় দিন। প্রথমদিনের মতো দ্বিতীয় দিনও পুরোপুরি কাটলো অস্ট্রেলিয়ার দাপট নিয়ে। ব্যাটে-বলে পুরোটাই অস্ট্রেলিয়ার দিন কাটলো। ম্যাচের যে পরিস্থতি তাতে এখন ভারত এই টেস্ট বাঁচাতে পারলে সেটা হবে বিস্ময়কর বিষয়!
ভারতের প্রথম ইনিংসের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া তুলল ৩৩৭ রান। ট্রাভিস হেড ব্যাট হাতে খেললেন পুরোদুস্তর ওয়ানডে স্টাইলের ইনিংস। ১৪০ বলে ১৪১ রানের মারকাটারি সেঞ্চুরিতে হাসলো তার ব্যাট। মার্নাস লাবুসানে ৬৪ রান করে তাকে সমর্থন দিলেন। প্রথম ইনিংসে ১৫৭ রানের বিশাল লিড পেল অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত এখন পর্যন্ত সেই লিড থেকে পিছিয়ে রয়েছে ২৯ রানে। ১২৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে তারা ৫ উইকেট। বাকি ৫ উইকেট নিয়ে এই ম্যাচে ভারত বড় কিছু করে ফেলবে-এমন স্বপ্ন সম্ভবত ভারতের ডাগআউটও দেখছে না। শেষ ভরসা হয়ে উইকেটে লড়ে যাচ্ছেন রিসাভ পন্থ ও ইনফর্ম ব্যাটার নীতিশ রেড্ডি। পন্থ ২৮ ও রেড্ডি ১৫ রান নিয়ে খেলছেন।
গোলাপি বল হাতে অস্ট্রেলিয়ার চারজনের শক্তিশালী পেস আক্রমণ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় দফায়ও ভারতের ব্যাটাররা সামাল দিতে পারেনি।
পার্থে ২৯৫ রানের বড় হারের পর অস্ট্রেলিয়া অ্যাডিলেডে যে কায়দায় ঘুরে দাড়িয়েছে তাতে প্রায় নিশ্চিত সিরিজে সমতা এলো বলে! অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সম্মিলিত ব্যাটিংও যে খুব কিছু আহামরি হয়েছে তা নয়। তবে সব হিসেব বদলে দেয় ট্রাভিস হেডের সেঞ্চুরি।
৭ টি বাউন্ডারি ও চার ছক্কায় এই বাঁহাতি ভারতের বোলিংয়ে নিয়ে যা করলেন তাকে বলে ছেলেখেলা! ১৪১ রানে ১৪০ রানের তার এই দারুণ এন্টারটেইনিং সেঞ্চুরি অ্যাডিলেডে দ্বিতীয় দিনের সেরা আর্কষণ হয়ে রইলো।
জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরিজ ৪টি করে উইকেট পেলেও অস্ট্রেলিয়ার বড় লিড পাওয়াটা আটকাতে পারেননি।
১৫৭ রানে পিছিয়ে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হলো বাজেভাবে। এই ইনিংসেও ওপেনার কেএল রাহুল ফেল। আগের ইনিংসে শূন্য রানে ফেরা যশস্বী যশওয়াল ৩১ বলে ২৪ করে ফিরলেন। উভয় ইনিংসে ব্যর্থ হলেন বিরাট কোহলি। ব্যর্থতার তালিকায় সবচেয়ে বড় নাম রোহিত শর্মা। উভয় ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিটে আউট।
এখনো ২৯ রানে পিছিয়ে ভারত। হাতে জমা শেষ ৫ উইকেট। অ্যাডিলেড টেস্ট রোববার তৃতীয়দিনেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তুমুল।