চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলায় মুগ্ধ মুশফিক-মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-08 19:16:48

স্বপ্নের মতো একটা ফাইনাল ম্যাচ ছিল বাংলাদেশের। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুবাইয়ের মন্থর উইকেটে শুরুতে ব্যাট হাতে দল তুলল ১৯৮ রান। এরপর বল হাতে রীতিমতো চমক। প্রতিপক্ষ দলকে ১৩৯ রানে অলআউট করে সাফল্যের আকাশে উড়ল বাংলাদেশের যুবারা। গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এসেছিল ট্রফি। এবার ভারতকে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ!

আজ রোববার দুবাইয়ের মাঠে এই কীর্তির পর প্রশংসায় ভাসছে আজিজুল হাকিম তামিমের দল। দল যখন জয়ের পথে। জয় ধরা দেয়নি তখনই কীনা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে ফেললেন মুশফিকুর রহিম। অনুজদের এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে খেতাব দিয়ে অভিনন্দন জানালেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

শেষ অব্দি অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন যুব দলের ক্রিকেটাররা। তুলে নিয়ে মনে রাখার মতো এক জয়। রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতলেন শিরোপা।

মুশফিক যুবাদের নিয়ে অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো ছেলেরা। মাশাআল্লাহ।’

মাশরাফি বিন মর্তুজাও প্রশংসায় মাতলেন যুবাদের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় দলের প্রাক্তন এই অধিনায়ক লিখলেন, ‘অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।’

জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেনও প্রশংসায় মাতলেন এশিয়া কাপ জয়ী যুব দলের। তিনি অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘টানা ২য় বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! অভিনন্দন তরুণ টাইগারদের ❤️ -এর চাইতে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর