এখনো নিশ্চিত নয় কোথায় হবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান স্বাগতিক দেশ কিন্তু সেখানে ভারত খেলতে যেতে রাজি নয়। এ কারণেই ভেন্যু দেশ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা! সেই জটিলতা কবে কাটবে সেটিও নিশ্চিত নয়। কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ!
তার পথ ধরেই সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকায় পৌছাল সেই সুদৃশ্য ট্রফিটি। প্রথম দিনে ট্রফির সফরের কোনো ব্যস্ততা নেই। মঙ্গলবার শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি ঘিলে কার্যক্রম। সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে নিয়ে যাওয়া হবে এটি।
আগামীকাল মঙ্গলবার বিকেলে ট্রফি যাবে পর্যটননগরী কক্সবাজারে। সেখানে ট্রফিটি উন্মুক্ত হবে একদিন পর। কক্সবাজারের সৈকতে লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রদর্শনী হবে ট্রফি। তারপরই ঢাকায় নিয়ে আসা হবে এটি।
রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রান ৮টা পর্যন্ত এই ট্রফির প্রদর্শনী করা হবে।
ট্রফি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেওয়া হবে শুক্রবার ছুটির দিনে। তখন নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, এর বাইরেও বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও কর্মকর্তা আর সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে, সকাল ১১টা থেকে ৩টা অব্দি।
শনিবার বাংলাদেশ থেকে ট্রফি যাবে দক্ষিণ আফ্রিকার পথে। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘুরে ফিরবে চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিক দেশ পাকিস্তানে।
যেমনটা বলা হচ্ছিল পাকিস্তান-ভারত দুই পক্ষের অনড় অবস্থানের কারণে অচলাবস্থা কবে কাটবে সেটি বলতে পারছেন না কেউ। তবে এমন কথাও শোনা যাচ্ছে ভেন্য দেশ পাল্টে সংযুক্ত আরব আমিরাত কিংবা দক্ষিণ আফ্রিকায়ও চলে যেতে পারে! কিংবা হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায়ও হতে পারে!