বিশ্বকাপ ট্রফিতে এবার চোখ যুবাদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-10 14:00:04

একটা স্বপ্নপূরণের পর আরেকটা চোখ বাংলাদেশ যুব ক্রিকেট দলের। ভারতকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ট্রফি জেতার পর এবার আজিজুল হাকিম তামিমের দলের ভাবনায় বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রফি নিয়ে সোমবার গভীর রাতে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। তখনই তারা শোনাল নতুন লক্ষ্যের কথা।

বিমানবন্দরে তাদের জন্য ছিল অধিনায়ক আজিজুল হাকিম তামিমের কথায় ছিল দারুণ আত্মবিশ্বাসের ছোঁয়া। যুব এশিয়া কাপ ট্রফি ধরে রাখতে পারায় খুশি তিনি। বলছিলেন, ‘দেখুন, শুরুর সময় আমরা ছিলাম বর্তমান চ্যাম্পিয়ন। এ কারণেই এশিয়া কাপ ধরে রাখা ছিল বড় বিষয়। আমরা ধরে রেখেছি, এটাই ভালো লাগছে। আর পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেমিফাইনালে আমরা যেভাবে কামব্যাক করেছি তখনই আত্মবিশ্বাস জন্মেছিল আমরা ট্রফিও জিততে পারবো।’

এনিয়ে টানা দুইবার এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ দল। তাদের লক্ষ্য এবার যুব বিশ্বকাপ। ২০২০ সালে আকবর আলির দল জিতেছিল সেই খেতাব। সেটি এবার পুনরুদ্ধার করতে চান আজিজুল হাকিমরা, ‘সামনেই আমাদের বিশ্বকাপ। সেখানেও ভালো কিছু করার ইচ্ছে আছে। আমাদের সেভাবেই পরিকল্পনা করা আছে। সামগ্রিকভাবে সবকিছু ভালো আছে। বিশ্বকাপ একটা বড় মঞ্চ। আমরা চেষ্টা করবো।’ সঙ্গে আরও যোগ করলেন, ‘আমরা এশিয়া কাপ জিতেছি, এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তান এবং ভারতের মতো দলকে যদি হারান আত্মবিশ্বাস আরেকটু বেড়ে যায়। সামনে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখার চেষ্টা করবো। সামনে এশিয়া সিরিজ এবং বিশ্বকাপ আছে, সেখানে এই আত্মবিশ্বাস কাজে দেবে।’

লম্বা সময় পরিশ্রমের সুফল পাচ্ছে বাংলাদেশ যুব দল। নিয়মিত ক্যাম্পে কাজ করার পর একটা ট্রফি যখন আসে তখন আনন্দ দ্বিগুণ হয়ে যায়। অনূর্ধ্ব-১৯ এর অধিনায়ক বলছিলেন, ‘এই অর্জনের পেছনে অনেক কষ্ট ছিল। আল্লাহ এখন এখানে রেখেছে, ওভারঅল সবদিক থেকে ভালো লাগছে। যে কষ্টটা করেছি, অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯; আল্লাহ হয়তো ওইটারই ফল দিয়েছেন।’

এবারের এশিয়া কাপ আজিজুল উৎসর্গ করলেন বাংলাদেশকে। তিনি বলেন, ‘জয়টা বাংলাদেশকেই উৎসর্গ করেছি। দেশের জন্যই খেলছি।এ টা খুব গর্বের বিষয়।’

এ সম্পর্কিত আরও খবর