কক্সবাজার পৌঁছালো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, লাবণী পয়েন্টে প্রদর্শনী বুধবার

ক্রিকেট, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-12-10 21:20:53

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছে ট্রফিটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সীমান্ত সম্মেলেন কেন্দ্র ঊর্মিতে রাখা হয়েছে ট্রফিটি।

বুধবার (১১ ডিসেম্বর) লাবণী পয়েন্টে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রদর্শনী করা হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির।

বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন রাবিদ ইমাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিজ্ঞপ্তিতে জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারী-মার্চ ২০২৫-এ পাকিস্তানে আইসিসি ম্যানস চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে।

মূল ট্রফিটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশসমূহে প্রদর্শনের অংশ হিসেবে গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে। কক্সবাজার-এ অবস্থানকালীন সময়ে সীমান্ত সম্মেলনকেন্দ্র ঊর্মি এর সম্মুখের সৈকতে ট্রফি প্রদর্শন করবে। সকলের জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

এর আগে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ট্রফির সঙ্গে ছবিও তুলেন তিনি। ট্রফিটি ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে।

এ সম্পর্কিত আরও খবর