বড় পরাজয়ে সিরিজ খোয়ালো বাংলাদেশ

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-11 08:19:26

সেন্ট কিটসে ৭ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

৭৯ বল হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে একই উইকেট দ্বিতীয় ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উইকেট থেকে শুরুর সুবিধা আদায় করতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান উইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে স্বাগতিক বোলাররা সুবিধা আদায় করতে না পারলেও ভুলে ভরা ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে ফেরে বাংলাদেশ।

ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার (২)। লিটন ১৯ বল খেলে মাত্র ৪ রান করে দৃষ্টিকটুভাবে আউট হন। এরপরই মিরাজ (১) বল ছাড়তে গিয়ে প্লেড অন হন। এক প্রান্তে ভরসা দিচ্ছিলেন তানজিদ তামিম। তিনি ৩৩ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৬ রান করে ফিরলে ৬৪ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো দূরে উল্টো টপাটপ উইকেট হারিয়ে ১১৫ রানে ৭ উইকেট হয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ৯২ রানের জুটি গড়েন। তানজিম চারটি চার ও দুই ছক্কায় ৪৫ রান করে ফেরেন। রিয়াদ ৯২ বলে চার ছক্কা ও দুই চারে ৬২ রান করে আউট হলে ৪৫.৫ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশের ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং (৮২) এবং এভিন লুইস (৪৯) ১০৯ রানের ভিত্তি গড়ে দেন। নাহিদ রানা এবং রিশাদ হোসেন উইকেট এনে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে ক্যাসি কার্টি (৪৫) এবং শাই হোপের (১৭*) ইনিংস দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেয়। 

এ সম্পর্কিত আরও খবর