৭ মাস পর ফিরে তামিম করলেন ১৩ রান

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-11 15:24:29

তামিম ইকবাল অনেক দিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে। এছাড়াও খেলার মাঠে খুব বেশি সময় থাকছেন না তিনি। এবার এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে তিনি আজ সফলতার মুখ দেখেননি, ১৩ রান করে আউট হয়েছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রংপুরের মুখোমুখি হয়েছে তার দল চট্টগ্রাম। সে দলের হয়েই আজ ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন তামিম। দারুণ এক ছক্কা হাঁকিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, মেরেছেন আরও একটি চারও।

তবে তার প্রতিশ্রুতিশীল ইনিংসটা ডালপালা মেলার আগেই শেষ হয়ে যায়। এনসিএলের লাল বলের সফলতম বোলার এনামুল হকের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ১০ বলে ১৩ রান করে শেষ হয় তার ইনিংস। 

তার বিদায়ের পর তার দল চট্টগ্রামও বেশি রান করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন মুমিনুল হক। দলটা ৯ উইকেট খুইয়ে ২০ ওভারে রান তুলেছে মোটে ১৩২।

এ সম্পর্কিত আরও খবর