ছুটির দিনে টিভিতে যা থাকছে খেলার আয়োজন

বিবিধ, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-13 11:22:18

আজ ১৩ ডিসেম্বর, শুক্রবার। সাপ্তাহিক এই ছুটির দিনে টেলিভিশনের পর্দায় থাকছে খেলার সরাসরি নানা আয়োজন। রাতে
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আছে বুন্দেস লিগার ম্যাচও।

আগামীকাল ভোরে মাঠে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। সকালে শুরু ব্রিসবেন টেস্ট। যেখানে লড়বে অস্ট্রেলিয়া-ভারত।

চলুন দেখে নেই কী থাকছে ছোট পর্দায় খেলার আয়োজন।

২য় টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
রাত ১০টা
স্পোর্টস ১৮-১

বুন্দেসলিগা
ফ্রাইবুর্গ-ভলফসবুর্গ
রাত ১-৩০ মি.
সনি স্পোর্টস ২

হ্যামিল্টন টেস্ট-১ম দিন
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
আগামীকাল ভোর ৪টা
সনি স্পোর্টস ৫

ব্রিসবেন টেস্ট-১ম দিন
অস্ট্রেলিয়া-ভারত
আগামীকাল সকাল ৬-২০ মি.
স্টার স্পোর্টস ১

এ সম্পর্কিত আরও খবর