হালেপকে চমকে দিয়ে কাতার ওপেন মার্টেন্সের

টেনিস, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:59:11

আরো একটি শিরোপা হাতে তুলতে প্রস্তুত ছিলেন তিনি। ফেভারিট হয়েই নেমেছিলেন টেনিস কোর্টে। কিন্ত কে জানতো ফাইনালে সিমোনা হালেপের জন্য এতো বড় চমক অপেক্ষা করছে? শীর্ষ বাছাই তারকাকে হারিয়ে কাতার ওপেনের শিরোপা জিতলেন বেলজিয়ামের এলিস মার্টেন্স।

অথচ অনায়াসে প্রথম সেট জিতে শুরু করেছিলেন হালেপ। রুমানিয়ান এই তারকা ৬-৩ গেমে জয়ের পরই খেই হারিয়ে ফেলেন। তাকে আটকে ফেলেন ২৩ বছর বয়সী মার্টেন্স। দ্বিতীয় সেটে জিতেন৬-৪ গেমে। এরপর তৃতীয় সেটেও সুযোগ দেন নি তিনি। এবার ৬-৩ গেমে জিতে পেয়ে যান কাতার ওপেনের নারী এককের ট্রফি।

কাতার থেকে সবশেষ ২০১৪ সালে শিরোপা জিতে ফিরেন হালেপ। আরো একটা ট্রফির অপেক্ষায় থেকে হতাশই হলেন। বিশ্বের তিন নম্বর এই তারকা বলছিলেন, ‘মিথ্যে বলবো না। ট্রফি জিততেই মাঠে নেমেছিলাম আমি। কিন্তু মার্টেন্স চমকে দিয়ে আমাকে। ভাল খেলেই ও হারাল।’

ট্রফি জিতে উড়ছেন বিশ্বের ২১ নম্বর তারকা মার্টেন্স। জানিয়ে রাখলেন, ‘বলতেই হবে সিমোনা ছিল ফেভারিট। ও অসাধারণ এক খেলোয়াড়। ওকে হারিয়ে ট্রফি জিততে পেরেই খুবই ভাল লাগছে আমার।’

এ সম্পর্কিত আরও খবর