গ্লেন ম্যাকগ্রার পর কামিন্স

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 22:53:42

সেই পুরনো সোনালী দিন যেন ফিরিয়ে এনেছেন প্যাট কামিন্স। বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। তারই পথ ধরে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। ইতিহাস জানাচ্ছে- ১৩ বছর পর আবারও টেস্টের নাম্বার ওয়ান বোলার হয়েছেন কোন অজি বোলার।

২০০৬ সালের ফেব্রুয়ারিতে এক নম্বর বোলার হয়েছিলেন কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। সেই পেসারের পর কোন অস্ট্রেলিয়ান বোলার শীর্ষে উঠতে পারেন নি। শুধু ২০০৯ সালে মিচেল জনসনকে দেখা গেছে দুই নম্বরে।

সময়টা সত্যিকার অর্থেই কামিন্সের। গত এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। এরইমধ্যে পেয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ফর্মে না থাকায় শীর্ষে উঠে গেলেন কামিন্স। রাবাদা নেমে গেলেন তিনে। তিন থেকে দুইয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

ডারবান টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে ২৬ ধাপ ওপরে উঠেছেন শ্রীলঙ্কার বিশ্ব ফার্নান্দো। ৪৯ নম্বরে আছেন তিনি।

সেই ডারবানে দুর্দান্ত ব্যাট করা কুসল পেরেরা উঠে এসেছেন ব্যাটিংয়ের সেরা চল্লিশে। ইতিহাস গড়া শতরানে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৫৮ ধাপ এগিয়েছেন তিনি। এই শ্রীলঙ্কান ৯৮তম থেকে উঠে এসেছেন ৪০-এ।

দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারে প্রথমবার জায়গা উঠেছেন সেরা দশে। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে আছেন দশ নম্বরে। কুইন্টন ডি কক ৪ ধাপ এগিয়ে আছেন আট নম্বরে। ব্যাটিংয়ে শীর্ষে আগের মতোই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এরপরই কেন উইলিয়ামসন। তিন নম্বরে চেতেশ্বর পুজারা।

এ সম্পর্কিত আরও খবর