‘আবাহনীর’ জালে ৬ গোল মোহামেডানের

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-24 18:34:37

ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে বসেছিল মোহামেডান। তবে দ্বিতীয় ম্যাচে দলটা ঘুরে দাঁড়িয়েছে। চট্টগ্রাম আবাহনীর জালে গুণে গুণে জড়িয়েছে ৬ গোল।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহামেডান। ১১তম মিনিটে মুজাফারভ মুজাফারজনের গোলে এগিয়ে যায়। তিন মিনিট পরেই সুলেমান দিয়াবাতের গোল মোহামেডানের লিড দ্বিগুণ করে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মোহামেডানের আক্রমণ আরও তীব্র হয়। ৫২তম মিনিটে আরিফ হোসেন দলের তৃতীয় গোলটি করেন। এরপর ৬৯তম মিনিটে রেজু আহমেদ জিসান একটি চমৎকার গোল করে ব্যবধান ৪-০ করেন।

ম্যাচের শেষ ভাগে আরও দুটি গোল করে মোহামেডান তাদের জয়কে রাঙিয়ে তোলে। ৭৭তম মিনিটে সৌরভ দেওয়ান এবং ৮০তম মিনিটে মোহাম্মদ জুয়েল মিয়া গোল করেন।

পুরো ম্যাচেই মোহামেডানের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম আবাহনী কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি এবং মোহামেডানের রক্ষণভাগ ছিল অটুট।

এদিকে বি গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জও পেয়েছে একই ব্যবধানের জয়। দলটা ৬-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়াং মেন্স ক্লাবকে। হ্যাটট্রিক করেছেন নাবিব নেওয়াজ জীবন। এছাড়াও অপি, স্যামুয়েল ও তোহার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। দুই ম্যাচে দুই জয় নিয়ে তারাই আছে বি গ্রুপের শীর্ষে। মোহামেডান আছে দুইয়ে।

এ সম্পর্কিত আরও খবর